AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Belgharia: বেলঘরিয়ায় প্রতিবাদী শিক্ষককে কিল-চড়-ঘুষি, ধরা পড়লেন সেই তরুণী

Belgharia Crime: বেলঘরিয়ার নন্দননগরের বাসিন্দা নিরুপম পাল একজন অঙ্কন শিল্পী। তিনিই আক্রান্ত হন। শনিবার সকালে তিনি বাড়ি ফিরছিলেন, ফেরার সময়ে একদল যুবক ও ওই তরুণীর মদ্যপানের প্রতিবাদ করেন। তাতেই আক্রান্ত হন।

Belgharia: বেলঘরিয়ায় প্রতিবাদী শিক্ষককে কিল-চড়-ঘুষি, ধরা পড়লেন সেই তরুণী
বেলঘরিয়াকাণ্ডে ধৃত তরুণী Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 23, 2025 | 4:13 PM
Share

উত্তর ২৪ পরগনা: TV9 বাংলার খবরের জের! বেলঘরিয়ায় শিক্ষককে রাস্তায় কিল-চড়-ঘুষি মারার অভিযোগে গ্রেফতার তরুণী। নিমতা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তরুণী মদিরা মুখোপাধ্যায়কে। সিসিটিভি ফুটেজ দেখে আরও তিন জন অভিযুক্তকে পুলিশ চিহ্নিত করতে পেরেছে। তাঁদের নাম জয়, অভয় ও পাপাই। বাকিদের খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে।

বেলঘরিয়ার নন্দননগরের বাসিন্দা নিরুপম পাল একজন অঙ্কন শিল্পী। তিনিই আক্রান্ত হন। শনিবার সকালে তিনি বাড়ি ফিরছিলেন, ফেরার সময়ে একদল যুবক ও ওই তরুণীর মদ্যপানের প্রতিবাদ করেন। তাতেই আক্রান্ত হন। গোটা বিষয়টি রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরা দেখা গিয়েছে। কোনও নির্মাণ কাজের জন্য পুকুর পাড়ে থানইট  রাখা ছিল। তারই আড়ালে বসেছিলেন কয়েকজন যুবক ও এক তরুণী। ক্যামেরায় দেখা যাচ্ছে, আক্রান্ত অঙ্কন শিক্ষক নিরুপম পাল তিনি বাইক নিয়ে যাচ্ছিলেন। তাঁর পিছনে আরও একজন ছিলেন।

প্রকাশ্যে মদ্যপান করা নিয়েই প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয় নিরুপমের। তার মধ্যেই দৌড়ে আসেন ওই তরুণী। তাঁর এক হাতে তখন জ্বলন্ত সিগারেট। ওই অবস্থাতেই তিনি প্রথমে শিক্ষকের ওপর চড়াও হন। ততক্ষণে তাঁর সঙ্গীরাও ঘিরে ধরেন ওই শিক্ষককে। চলতে থাকে কিল, চড়, ঘুষি। খবর পেয়ে সকালে আক্রান্ত শিক্ষকের বাড়িতে যান বেলঘরিয়ার স্থানীয় কাউন্সিলর ও টাউন কমিটির প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাহা।

কাউন্সিলরের বক্তব্য, “শিক্ষক মার খেয়েছে খুব দুঃখের। কিন্তু কেবল শিক্ষক কেন, সাধারণ কেউই যদি প্রতিবাদ করেন, মার খাওয়া অন্যায়। কিন্তু সকাল ৬টায় কে কোথায় বসে মদ খাচ্ছেন, তা তো জনপ্রতিনিধি দেখতে পারবে না।”