BJP Leader: পুলিশকে কু’কথা বলার অভিযোগ, ১০ দিন পর গ্রেফতার অর্জুন-ঘনিষ্ঠ বিজেপি নেতা
BJP Leader: ১৪ অগস্ট বেহাল রাস্তার প্রতিবাদে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিশাল। এই বিশাল আবার ব্যারাকপুর বিধানসভায় বিজেপির আহ্বায়ক পদেও রয়েছেন। তাঁর গ্রেফতারি নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক আঙিনায়।

ব্যারাকপুর: পুলিশকে কুকথা বলায় কিছুদিন আগেই অনুব্রত মণ্ডলকে নিয়ে তোলাপাড় হয়েছি বাংলার রাজনীতির আঙিনা। সেই রকম একই অভিযোগে এবার এবার অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতাকে গ্রেফতার করা হল। বিশাল জসওয়াল নামে ওই বিজেপিকে নেতাকে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ। ১৪ অগস্ট বেহাল রাস্তার প্রতিবাদে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিশাল। এই বিশাল আবার ব্যারাকপুর বিধানসভায় বিজেপির আহ্বায়ক পদেও রয়েছেন। তাঁর গ্রেফতারি নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক আঙিনায়। বিশাল যদিও বলছেন, “পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। অনুব্রত যখন খিস্তি দিয়েছিল তখন তো টনক নড়েনি। আমরা বিজেপি করি। তাই বিজেপির লোককে গ্রেফতার করা ছাড়া তো পুলিশের কোনও কাজ নেই।”
পাল্টা পুলিশের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস ঘোষ বলছেন, “ব্যারাকপুর কমিশনারেটকে বলব যেখানেই এই এলাকায় অন্যায়-অত্যাচার হবে তখনই বিজেপির কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করব। আপনাদের কত বড় জেল আছে আমরাও দেখে নেব। বিজেপি কর্মীরা সমস্ত অন্যায়ের উত্তর দিতে তৈরি আছে।”
ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলছেন, পুলিশের গায়ে হাত তুললে, “পুলিশকে বাপ-মা তুলে গালাগালি করলে সেটা তো উচিত নয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে একটা এফআইআর হয়েছে। একজনকে ধরেছে।”
