Chandan Sen: বাড়িতে কৌস্তভ-সজলরা, ফোনে সুকান্তর চায়ের আমন্ত্রণ, নিজের স্পষ্ট করলেন পুরস্কার ফেরানো নাট্যকার চন্দন সেন
Chandan Sen: এ প্রসঙ্গে নাট্যকার চন্দন সেন বলেন, "প্রদীপ ঘোষ আমার খুব প্রিয়। উনি যখন বেঁচে ছিলেন এক সময় আমন্ত্রণ জানিয়েছিলেন ওঁর পুজো দেখতে যেতে। আজ ওঁর ছেলে আমার বাড়িতে এসেছিলেন। তবে কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে আসেননি।"
ব্যারাকপুর: নাট্যকার চন্দন সেনের বাড়িতে পৌঁছলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচি। ৩ সেপ্টেম্বর রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়েছিলেন তিনি। ঠিক তার পরের দিনই চন্দনবাবুর বাড়িতে পৌঁছন বিজেপির দুই প্রতিনিধি।
এ দিন, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের সঙ্গেও ফোনে কথা বলেন চন্দনবাবু। ফোনের ওপার থেকে সুকান্তকে বলতে শোনা যায় যদি চন্দনবাবু একদিন চা পান করেন তাঁর সঙ্গে। তবে নাট্যকার জানিয়েছেন, “আমার পক্ষে যদি সম্ভব হয় নিশ্চয়ই যাব। তবে আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। থিয়েটার কথা বলে। থিয়েটার মানুষের হয়ে কথা বলে।”
এ প্রসঙ্গে নাট্যকার চন্দন সেন বলেন, “প্রদীপ ঘোষ আমার খুব প্রিয়। উনি যখন বেঁচে ছিলেন এক সময় আমন্ত্রণ জানিয়েছিলেন ওঁর পুজো দেখতে যেতে। আজ ওঁর ছেলে আমার বাড়িতে এসেছিলেন। তবে কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে আসেননি। আমি রাজনৈতিক দলের কথা বিশ্বাস করি না। আমি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমি অরাজনৈতিকও নই। আমার নাটকে মানুষের পক্ষে, সাম্প্রদায়িকতার বিপক্ষে কথা থাকে।”
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকার ২০১৭ সালে রাজ্য নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ দেয় নাট্যকার চন্দন সেনকে। সেই পুরস্কার ফেরাচ্ছেন নাট্যকার।