বসিরহাট: দিন পেরিয়ে রাতেও অবস্থানে বিজেপি। বসিরহাট থানার সামনে অবস্থানে রয়েছেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। গোটা এলাকায় ঘিরে রেখে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। এদিন দুপুরে বিজেপির এসপি অফিস অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বসিরহাট। তারপর থেকেই এসপি অফিসের সামনে ধরনায় সুকান্ত। একটা সময় দেখা যায় এসপি অফিসের সামনে দেওয়া ব্যারিকেডের সামনে বসে পড়েছেন বিজেপির নেতারা। বর্তমানে সেই জায়গা থেকে একটু সরে এসে পাশের মঞ্চে বসে তাঁরা অবস্থান চালাচ্ছেন। চলছে স্লোগানিং।
সুকান্ত স্পষ্ট বলছেন, “আমাদের কর্মীদের না ছাড়লে সারারাতই তো থাকব। আমরা তো বলেছি। যদি আমাদের কর্মীদের পুলিশ মুক্তি দেয় তাহলে ধরনা তুলে নেব। কিন্তু, পুলিশ এখনও পর্যন্ত বলেছে তাঁরা কাউকে মুক্তি দিতে পারবে না। স্বাভাবিকভাবে আমাদের ধরনা চলবে। আমি আছি গোটা রাত।”
এদিকে পুলিশের দাবি, বিজেপির কর্মীরাও পুলিশের উপর আক্রমণ করেছে। যদিও সুকান্ত বলছেন, “ওগুলো তৃণমূলে শেখানো বুলি। পুলিশ তো বলবেই। নতুন তো কিছু নয়। আমরা তো ছবি দেখিয়েছি।” বর্তমানে বিজেপি নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে পুলিশ কর্তাদের। রয়েছেন ডিআইজি বারাসত সুমিত কুমার, বসিরহাট এসপি হোসেন মেহেদি রহমান, সিনিয়র আইপিএস ভোলানাথ পাণ্ডে। এখনও বের হয়নি কোনও রফা সূত্র। প্রসঙ্গত, সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে এদিন বসিরহাটের এসপি অফিস অভিযানের ডাক দিয়েছিল পদ্ম শিবির। তাতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বিজেপি সূত্রে খবর, তাঁদের ১১ জন কর্মীকে আটক করেছে পুলিশ। যদিও পুলিশের তরফে কোনও নির্দিষ্ট সংখ্যা এখনও জানানো হয়নি।