ঘোজাডাঙা (উত্তর ২৪ পরগণা): কলকাতা, আগরতলা ও সেভেন সিস্টার দখল করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। তাদের চুপ করাতে এবার রাফালের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বাংলাদেশে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদেই মঙ্গলবার উত্তর ২৪ পরগণার ঘোজাডাঙা সীমান্তে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন বিজেপি নেতা। সেখান থেকেই হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশকে শায়েস্তা করতে দুটি রাফাল ফাইটার জেটই যথেষ্ট।
বাংলাদেশ ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। তার পাল্টা জবাব দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমরা বাংলাদেশের উপরে নির্ভর করি না। বাংলাদেশ আমাদের উপরে নির্ভর করে… যদি আমরা ৯৭টি পণ্য না পাঠাই, তবে তোমরা চাল-ডাল, জামাকাপড়ও পাবে না। যদি ঝাড়খণ্ডে উৎপাদিত বিদ্যুৎ না পাঠাই, তবে তোমাদের ৮০ শতাংশ গ্রামই অন্ধকারে ডুবে থাকবে।”
রাফাল পাঠানোর হুঁশিয়ারি দিয়ে বিজেপি নেতা বলেন, “হাসিমারায় ৪০টা রাফাল যুদ্ধবিমান রাখা আছে। দুটো বিমান পাঠালেই কাজ হয়ে যাবে…”। মহম্মদ ইউনূসকে তালিবানের সঙ্গেও তুলনা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা।
প্রসঙ্গত, ওই জনসভা থেকেই বিএনপি নেতা রুহুল কবীর রিজভিকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, “বউয়ের শাড়ি পোড়াচ্ছেন,ক’দিন আগে কলকাতা থেকে হার্টে যে রিংটা লাগিয়েছিলেন, সাহস থাকলে সেটা খুলে ফেলে দেখান। সেই সাহস নেই।”