BJP: ভাটপাড়ায় বিজেপি নেতাকে গুলি কাণ্ডে NIA-এর জালে তৃণমূল কর্মী

Ananta Chattopadhyay | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 14, 2025 | 10:21 AM

BJP: গত অগস্টে  অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডেকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ভাটপাড়ায় ভরা বাজারে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় মূল অভিযুক্তের তালিকায় উঠে আসে মহম্মদ আমিনের নাম।

BJP: ভাটপাড়ায় বিজেপি নেতাকে গুলি কাণ্ডে NIA-এর জালে তৃণমূল কর্মী
ভাটপাড়া গুলিকাণ্ডে গ্রেফতার মহম্মদ আমিন
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডেকে গুলি কাণ্ডে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল এনআইএ। মঙ্গলবার ভোরে সোনু ওরফে মহম্মদ আমিনকে গ্রেফতার করে এনআইএ। জানা যাচ্ছে, এর আগেও আমিনকে ২-৩ বার নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসে সাড়া দেননি আমিন।

প্রসঙ্গত, গত অগস্টে  অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডেকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ভাটপাড়ায় ভরা বাজারে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় মূল অভিযুক্তের তালিকায় উঠে আসে মহম্মদ আমিনের নাম। ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। আমিন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।

এর আগেও আমিনকে ধরতে বাড়ি ঘিরে ফেলেন এনআইএ আধিকারিকরা। কিন্তু আমিন বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। মঙ্গলবার ভোর রাতে আবারও তাঁর বাড়িতে অভিযান চালায় এনআইএ। সোনু ওরফে আমিনের বাড়ি ঘিরে ফেলেন আধিকারিকরা। তাঁর পালানোর আর কোনও অবকাশই ছিল না। বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। আমিনকে গ্রেফতার করলেই বড় মাথার হদিশ পেতে পারেন তদন্তকারীরা। এর পিছনে কারা রয়েছেন, কারা ছক করেছিলেন প্রিয়াঙ্কু পাণ্ডেকে খুন করার, তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।

Next Article