উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডেকে গুলি কাণ্ডে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল এনআইএ। মঙ্গলবার ভোরে সোনু ওরফে মহম্মদ আমিনকে গ্রেফতার করে এনআইএ। জানা যাচ্ছে, এর আগেও আমিনকে ২-৩ বার নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসে সাড়া দেননি আমিন।
প্রসঙ্গত, গত অগস্টে অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডেকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ভাটপাড়ায় ভরা বাজারে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় মূল অভিযুক্তের তালিকায় উঠে আসে মহম্মদ আমিনের নাম। ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। আমিন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।
এর আগেও আমিনকে ধরতে বাড়ি ঘিরে ফেলেন এনআইএ আধিকারিকরা। কিন্তু আমিন বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। মঙ্গলবার ভোর রাতে আবারও তাঁর বাড়িতে অভিযান চালায় এনআইএ। সোনু ওরফে আমিনের বাড়ি ঘিরে ফেলেন আধিকারিকরা। তাঁর পালানোর আর কোনও অবকাশই ছিল না। বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। আমিনকে গ্রেফতার করলেই বড় মাথার হদিশ পেতে পারেন তদন্তকারীরা। এর পিছনে কারা রয়েছেন, কারা ছক করেছিলেন প্রিয়াঙ্কু পাণ্ডেকে খুন করার, তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।