AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Wins: খাতাই খুলতে পারল তৃণমূল! উড়ে গেল বামেরাও, ১২-০ বিশাল জয় ছিনিয়ে অকাল হোলি বিজেপির

BJP Wins: বিজেপি যদিও বলছে, ১০ বছর ভোট হয়নি। এতদিন তাই সমবায়ের দখল ছিল তৃণমূলের হাতেই। কিন্তু, শেষ পর্যন্ত তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। তাতেই বিপুল ভোটে জয় ছিনিয়ে নিয়েছে পদ্ম ব্রিগেড।

BJP Wins: খাতাই খুলতে পারল তৃণমূল! উড়ে গেল বামেরাও, ১২-০ বিশাল জয় ছিনিয়ে অকাল হোলি বিজেপির
আনন্দে আত্মহারা পদ্ম কর্মীরা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jul 08, 2025 | 3:31 PM
Share

গাইঘাটা: আসন ১২। তাতেই এক্কেবারে ১২-০! শাসক শিবিরকে ধরাশায়ী করে বড় জয় ছিনিয়ে নিল পদ্ম শিবির। ভোট ছিল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার গোপালপুর মৎসজীবী সমবায়ে। সেই ভোটেই বড় জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। তবে লড়াইয়ে ছিল বামেরাও। তারাও সুবিধা করতে পারেনি।  

বিজেপির পাশাপাশি তৃণমূলও ১২টি আসনেই প্রার্থী দিয়েছিল। কড়া টক্কর হলেও খাতাই খুলতে পারল না তৃণমূল সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে বামেরা চারটি আসনে প্রার্থী দিয়েছিল। দুই আসনে দাঁড়িয়েছিলেন নির্দল প্রার্থীরাও। কিন্তু ফল সামনে আসতেই দেখা গেল ১২টি আসনেই জয়ী হয়েছে বিজেপি। 

বিজেপি যদিও বলছে, ১০ বছর ভোট হয়নি। এতদিন তাই সমবায়ের দখল ছিল তৃণমূলের হাতেই। কিন্তু, শেষ পর্যন্ত তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। তাতেই বিপুল ভোটে জয় ছিনিয়ে নিয়েছে পদ্ম ব্রিগেড। ফলফলে স্বভাবতই খুশি জয়ী বিজেপি সদস্যদের পাশাপাশি এলাকার বিজেপি বিধায়কও। খুশির জোয়ারে ভাসছেন এলাকার পদ্ম কর্মীরা। গেরুয়া আবির নিয়ে মেতে উঠেছেন অকাল হোলিতে।