বসিরহাট: ইছামতির পাড়ে সাতসকালে উদ্ধার যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানা এলাকার সগুনা গ্রামে। সেখানে ইছামতি নদীর ধারে একটি গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মাঝবয়সি এক যুবকের দেহ। স্থানীয় বাসিন্দারাই প্রথমে বিষয়টি দেখতে পান। গাছের ডাল থেকে ঝুলছে যুবকের দেহ। আর পাশেই পড়ে রয়েছে মোটর বাইক। বাইকের আশপাশে আবার পড়ে রয়েছে জুতো, মদের বোতল। যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এলাকাবাসীরা ওই যুবককে আগে কখনও দেখেননি ওই চত্বরে। যুবকের নাম-পরিচয় কিছুই তখন জানতে পারেননি তাঁরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্বরূপনগর থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে স্থানীয় শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, নিছকই আত্মহত্যা, নাকি খুন সেই বিষয়টি তদন্ত করে দেখছে। যুবকের প্যান্টের পকেট থেকে পাওয়া গিয়েছে তাঁর ভোটার আইডি ও প্যান কার্ড। সেখান থেকে পুলিশ জানতে পেরেছে, ওই যুবকের নাম দেবতু বৈরাগী। বাড়ি বনগাঁর পাঁচপোতা এলাকায়। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে যে বাইকটি উদ্ধার হয়েছে সেটিও তদন্তের আওতায় রেখেছে পুলিশ।
পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, ওই বাইকের নম্বর প্লেট যাচাই করে জানা গিয়েছে, বাইকের বাকি আশিস বিশ্বাস। তাঁরও বাড়ি বনগাঁয়। কী কারণে, বনগাঁর ওই যুবক বসিরহাটের স্বরূপনগরে ইছামতির পাড়ে এসেছিল, সেই বিষয়টিও তদন্ত করে দেখছেন স্বরূপনগর থানার পুলিশকর্মীরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ইছামতির ধারে মদের আসর বসেছিল। যুবকের পরিচিত কেউ তাঁকে সেই মদের আসরে ডেকে এনেছিল বলে অনুমান পুলিশের। এরপর তাঁকে খুন করা হয়েছে নাকি আত্মহত্যা? সেই বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা থেকে গিয়েছে।