Barasat: জেলাশাসকের অফিসে এল উড়ো ইমেল! যা দেখে চোখ কপালে ওঠার জোগাড়

Dipankar Das | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 02, 2025 | 4:16 PM

Barasat: বুধবার সকাল এগারোটা নাগাদ জেলাশাসকের অফিসে একটি বম্ব-'থ্রেট' ইমেল আসে। সঙ্গে-সঙ্গে জেলা-শাসক শরৎ কুমার দ্বিবেদী বারাসত পুলিশ জেলার পুলিশ সুপারকে জানান। সেই সময় যাঁরা অফিসে ঢুকছিলেন বা বেরাচ্ছিলেন মেটাল ডিডেক্টরের মাধ্যমে তাঁদের চেকিং করা হয়।

Barasat: জেলাশাসকের অফিসে এল উড়ো ইমেল! যা দেখে চোখ কপালে ওঠার জোগাড়
জেলাশাসকের অফিসে বোমাতঙ্ক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বারাসত: বারাসতে বোমাতঙ্ক। জেলা শাসকের দফতরে এল ইমেল। যা দেখে আতঙ্ক ছড়াল এলাকায়। সাত-সকালেই তুমুল হইচই পড়ে গিয়েছে জেলাশাসকের দফতরে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট ইমেলে বোমা রাখা আছে বলে অভিযোগ আসে। তারপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। চলে পুলিশ কুকুর নিয়ে লাগাতার তল্লাশি।

বুধবার সকাল এগারোটা নাগাদ জেলাশাসকের অফিসে একটি বম্ব-‘থ্রেট’ ইমেল আসে। সঙ্গে-সঙ্গে জেলা-শাসক শরৎ কুমার দ্বিবেদী বারাসত পুলিশ জেলার পুলিশ সুপারকে জানান। সেই সময় যাঁরা অফিসে ঢুকছিলেন বা বেরাচ্ছিলেন মেটাল ডিডেক্টরের মাধ্যমে তাঁদের চেকিং করা হয়। খুলে দেখা হয় ব্যাগ। অফিসের কোনায়-কোনায় কার্যত চলে চিরুনি তল্লাশি।

এর পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তল্লাশি চালায় পুলিশ কুকুর। কিন্তু কোথাও থেকে কোনও কিছু মেলেনি বলেই খবর। কিন্তু কে বা কারা এই ইমেল পাঠাল। কেনই বা পাঠানো হল এমন ধরনের ইমেল তার তদন্তে নেমেছেন পুলিশ আধিকারিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। অফিসে আগত এক ব্যক্তি বলেন, “বুঝতে পারছি না। তবে আমায় চেকিং করে ঢোকাল। কিন্তু কেন ঢোকাল জানি না।” বস্তুত, এই বোমাতঙ্কের ঘটনা নতুন নয়। এর আগে বিমানবন্দর, কখনও বা জাদুঘরে বোমা রাখার  অভিযোগ ওঠে। কিন্তু কোথাও কিছু মেলেনি।