Shasan Bombing: ভাঙল জানলার গ্রিল, রাতভর বোমাবাজির জেরে উত্তপ্ত শাসন, গ্রেফতার ৩

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 02, 2022 | 7:15 AM

North 24 Pargana: রাতভর শাসনের তেহাটা গ্রামে বোমাবাজির ঘটনা ঘটে। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিযোগ, চারজন তৃণমূল কর্মীর বাড়িতে এই বোমাবাজি করা হয়।

Shasan Bombing: ভাঙল জানলার গ্রিল, রাতভর বোমাবাজির জেরে উত্তপ্ত শাসন, গ্রেফতার ৩
গোটা গ্রাম ঘিরে ফেলেছে পুলিশ (নিজস্ব ছবি)

Follow Us

উত্তর ২৪ পরগনা: রাতভর বোমাবাজি। উত্তর ২৪ পরগনার শাসন থেকে উদ্ধার প্রচুর বোমা। গোটা ঘটনায় গ্রেফতার তিন। বগটুইকাণ্ডের পর রামপুরহাট গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যাতে জেলাগুলিতে তল্লাশি চালান হয়। মুখ্যমন্ত্রীর এহেন নির্দেশের পরই রাজ্যের একাধিক জেলা থেকে প্রচুর বোমা উদ্ধারের খবর প্রকাশ্যে এসেছিল। এরই মধ্যে শাসনের এই খবর সামনে এসেছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার গোটা রাত জুড়ে শাসনের তেহাটা গ্রামে বোমাবাজির ঘটনা ঘটে। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিযোগ, চারজন তৃণমূল কর্মীর বাড়িতে এই বোমাবাজি করা হয়। গোটা ঘটনায় বাড়ির জানলার গ্রিলও ভেঙে যায় বলে খবর। এদিনের, এই ঘটনায় সকাল থেকেই সেখানে পুলিশ পিকেট বসানো হয়। খবর পেয়ে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশপাশি তিনি প্রশাসনকে নির্দেশ দেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের যেন গ্রেফতার করা হয়।

এরপর শাসন থানার আইসি মণিরুল ইসলাম সরকার বিশাল পুলিশবাহিনী নিয়ে শাসনের তেহাটা ঘোষ পাড়া এলাকায় অভিযান চালান। ওই এলাকার একটি বাঁশ বাগানের মধ্যে থেকে আনুমানিক প্রায় কুড়িটি তাজা বোমা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা যেভাবে বোমাবাজি করে এবং যা তৃণমূলের গোষ্ঠীই সংঘর্ষ বলে বিরোধীরা কটাক্ষ করছে। এই ঘটনায় বাঁশ বাগানের মধ্যে দু’টি প্লাস্টিকের ব্যাগের মধ্যে করে বোমা আনা হয়েছিল। পাশাপাশি বাঁশ পাতার উপরেও দু’টি তাজা বোমা পড়ে ছিল বলে খবর। এই ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, তেহাটার ঘোষ পাড়ায় বোমা উদ্ধার হওয়ার পরই ওই বাঁশবাগান ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়ার্ডকেও। তারা এসে বোমাগুলি উদ্ধার করে নিষ্কৃয় করে। গোটা ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: Bankura BJP Leader: আইসিকে ‘বিবস্ত্র’ করার হুমকি দিয়েছিলেন, বিতর্কিত সেই নেতাই ফের বললেন, ‘উলঙ্গ রাজ চলছে’

Next Article