Bongaon: কেউ করছেন বমি পরিষ্কার, কেউ ছেটাচ্ছেন জল, কেউবা দিচ্ছেন হাওয়া! প্রার্থীর সেবাতেই সময় ফুরল এলাকাবাসীর

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 10, 2024 | 9:37 AM

Bongaon: বৃহস্পতিবার দিনভর প্রচার করেছেন  বনগাঁ লোকসভা কেন্দ্রের মতুয়া মনোনীত নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার। কিন্তু তারপর শেষবার প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।  লাগাতার বমি হয় তাঁর। বৃহস্পতিবার রাতে চিকিৎসা করাতে যান বনগাঁ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

Bongaon: কেউ করছেন বমি পরিষ্কার, কেউ ছেটাচ্ছেন জল, কেউবা দিচ্ছেন হাওয়া! প্রার্থীর সেবাতেই সময় ফুরল এলাকাবাসীর
অসুস্থ নির্দল প্রার্থী
Image Credit source: TV9 Bangla

Follow Us

বনগাঁ: কর্মী সমর্থকদের ভিড়। রাস্তার দু’ধারে তাঁকে দেখার জন্য এলাকাবাসীর ভিড়। দূর থেকে হাত নাড়িয়ে সৌজন্য দেখাচ্ছেন প্রার্থী। আচমকাই রে রে রব! ‘ধর… ধর…’ ছোটাছুটি পড়ে যায়।  প্রার্থী ততক্ষণে পুরো ‘ব্ল্যাক আউট’।  স্থানীয় বাসিন্দারাই ঘর থেকে বোতলে জল আনেন। চোখে মুখে ছেটানো হয়। কিছুটা পর জ্ঞান ফেরে প্রার্থীর। তারপর তিনি শুরু করে করেন বমি। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন বনগাঁ লোকসভার মতুয়া মনোনীত নির্দল প্রার্থী। তাঁকে নিয়ে যাওয়া হয় বনগাঁ হাসপাতালে। কিন্তু সেখানকার পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করতেন প্রার্থী স্বয়ং।

বৃহস্পতিবার দিনভর প্রচার করেছেন  বনগাঁ লোকসভা কেন্দ্রের মতুয়া মনোনীত নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার। কিন্তু তারপর শেষবার প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।  লাগাতার বমি হয় তাঁর। বৃহস্পতিবার রাতে চিকিৎসা করাতে যান বনগাঁ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসা না করিয়ে  তাঁকে ১ ঘণ্টা বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ। এরপর বনগাঁ হাসপাতালে থেকে বেরিয়ে একটি নার্সিংহোমে ভর্তি হন তিনি। বর্তমানে ভাল আছেন প্রার্থী। তিনি বলেন, “এক জন নির্বাচনী প্রার্থী যদি সঠিক চিকিৎসা পরিষেবা না পায় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হয়।”

Next Article