সন্দেশখালি: লোকসভা ভোটের আবহে ভাইরাল আরও এক ভিডিয়ো। এটাও সন্দেশখালির। এই নিয়ে তিন নম্বর ভিডিয়ো। নতুন এই ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। ওই ভিডিয়োয়, সন্দেশখালির যে আন্দোলনকারীদের সেই সময় রাষ্ট্রপতির দরবারে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করতে দেখা যাচ্ছে রেখাকে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। ভোট-বঙ্গে সন্দেশখালির নতুন এই ভাইরাল ক্লিপ ঘিরে নাগাড়ে বিজেপিকে খোঁচা দিয়ে যাচ্ছে রাজ্যের শাসক শিবির। এবার পাল্টা মুখ খুললেন বসিরহাটের বিজেপি প্রার্থীও।
ভাইরাল এই ভিডিয়ো বিতর্ক ঘিরে উল্টে তৃণমূল শিবিরকেই একহাত নিয়েছেন সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ রেখা। ভোটের মুখে ভাইরাল হওয়া ওই ভিডিয়ো ক্লিপ বিজেপি তাঁকে প্রার্থী করার অনেক আগের বলেই দাবি বসিরহাটের পদ্ম প্রার্থীর। ভিডিয়ো ভাইরাল হওয়ার তীব্র ধিক্কার জানিয়ে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখের বিষয়। আমার একটা পুরনো ভিডিয়ো নিয়ে আজ সন্দেশখালির আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে। যে ভিডিয়োটা নিয়ে সন্দেশখালির আন্দোলনকে অসম্মান করছে, সেই ভিডিয়োটা বিজেপি আমাকে সন্দেশখালির মুখ হিসেবে প্রার্থী করার আগের ভিডিয়ো। সেটাকে কাজে লাগিয়ে তৃণমূলের লোকেরা সন্দেশখালির মা-বোনকে অসম্মান করতে চাইছে।’
শুধু রাজ্যের শাসক পক্ষকেই নয়, রাজ্যের পুলিশ-প্রশাসনকেও একহাত নিয়েছেন রেখা পাত্র। কার্যত বাক্য-বোমা ফাটিয়ে বসিরহাটের বিজেপি প্রার্থীর দাবি, ‘যখন আমরা আন্দোলনে ছিলাম, তখন পুলিশ আমাকে থানায় ডেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তুলে নিতে বলেছিল। বলেছিল, একটা দরখাস্ত লিখে জমা দিন যে শেখ শাহজাহান কোনও দুর্নীতি করেনি এবং সন্দেশখালির উপর কোনও জোরজুলুম করছে না। আন্দোলন তুলে নেওয়ার জন্য পুলিশ চাপ দিয়েছিল।’