বসিরহাট: ঘোষণা হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিনক্ষণ। চলছে মনোনয়ন জমার কাজ। এদিকে ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই বসিরহাটে বড় ধস বিজেপিতে (BJP)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ারের আগে দলে ভাঙনে স্বভাবতই অস্বস্তি বেড়েছে পদ্ম শিবিরের। বিজেপির পঞ্চায়েত সদস্য, অঞ্চল সভাপতি-সহ কয়েকশো বিজেপি নেতা-কর্মী-সমর্থক যোগদান করলেন তৃণমূলে (Trinamool Congress)। প্রসঙ্গত, বসিরহাটের মিনাখাঁ ব্লকের চৈতল এলাকায় আগামী ১২ তারিখ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে চলেছেন। সেই চৈতল নেরুলী হাটখোলা এলাকায় এদিন তৃণমূল কংগ্রেসের নবজোয়ারের প্রস্তুতি সভা চলছিল।
সেখানে ১৫৯ নম্বর বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য অনিল সর্দার এবং ওই বুথের বুথ সভাপতি উত্তম সিংহ-সহ কয়েকশো বিজেপির কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত, মিনাখাঁ ব্লক ২ সভাপতি তৃণমূল কংগ্রেসের সভাপতি তাজউদ্দিন মোল্লা।
দলত্যাগী বিজেপি পঞ্চায়েত সদস্য অনিল সর্দার বলেন, “বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছে না, শুধু ধর্মীয় বিভাজনের কথা বলা হচ্ছে। এটা মানুষ মন থেকে মেনে নিতে পারছে না। তাই বাধ্য হয়ে দল ত্যাগ করে আজ তৃণমূলে যোগদান করলাম।” এদিকে অভিষেকের নবজোয়ার কর্মসূচির আগে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে যথেষ্টই স্বস্তিতে শাসকদল। তৃণমূল কংগ্রেসের মিনাখাঁ ২ নম্বর ব্লক সভাপতি তাজঊদ্দিন মোল্লা বলেন, “ওই বুথে আমরা হেরেছিলাম। ওনার যোগদানের পর আমাদের শক্তি অনেকটাই বাড়বে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ওই বুথে আমারই ক্ষমতা দখল করব।”