বসিরহাট: বসিরহাটে বিএসএফ জওয়ানের বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতের নাম অঙ্কিতা সরকার। তাঁকে স্বামী দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিএসএফ ১১৮ ব্যাটালিয়নের হেমনগর কোস্টাল থানার সামশেরনগর চার নম্বর বিওপিতে কর্মরত রূপম সরকার। দীর্ঘদিন ধরে স্ত্রী এর উপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে একাধিকবার দুই পরিবারের মধ্যে কথাবার্তা হলেও মীমাংসার পথ বের হয়নি। শেষমেশ নির্যাতন সহ্য করতে না পেরে অঙ্কিতা বাদুড়িয়ার লক্ষীনাথপুরে নিজের বাপের বাড়ি চলে যান। কিন্তু সংসারে হাল ফিরবে এই আশা দেখিয়ে ফের তাকে ডেকে পাঠায় স্বামী রূপম।
বৃহস্পতিবার অভিযুক্ত জওয়ান ছুটিতে বাড়িতে আসে। অভিযোগ, শুক্রবার ফের তাদের মধ্যে বচসা বাধে। তখনই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ। এরপর মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয় ঘরে। প্রতিবেশীদের তরফে ওই গৃহবধূকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। যদিও সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে রূপমের বাড়ির লোকজন অঙ্কিতার পরিজনদের জানায়, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে অঙ্কিতা। যদিও মৃতের পরিবারের দাবি মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল।
অঙ্কিতার বাবা অমল তরফদার বলেন, ‘পরিকল্পনা করে খুন করা হয়েছে আমার মেয়েকে।’ ফলে জামাই এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বিএসএফ জওয়ানকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। রবিবার তাকে তোলা হবে বসিরহাট মহকুমা আদালতে। ঘটনাটি খুন না আত্মহত্যা, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।