সোদপুর: সোদপুর থেকে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৭ এমএম পিস্তল। ওই ব্যক্তি একাধিক অসামাজিক কাজ কর্মের সঙ্গে যুক্ত ছিল বলে খবর।
উত্তর ২৪ পরগনার সোদপুরের মিলনগড় এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালায় ঘোলা থানার পুলিশ। তখনই গ্রেফতার হয় অভিযুক্ত। ধৃতের নাম পুলক রাজবংশী। পুলিশ সূত্রে খবর, ইছাপুর, বিধানপল্লী এলাকার বাসিন্দা পুলক রাজবংশী বিভিন্ন অসামাজির কাজের সঙ্গে জড়িত ছিল। তখন থেকেই তার খোঁজ চালাচ্ছিল পুলিশ।
সোদপুর মিলনগড় এলাকায় সে গা ঢাকা দিয়েছিল বলে খবর। এরপর শনিবার রাত্রিবেলা ঘোলা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ব্যারাকপুর মহকুমার বিভিন্ন থানায় পুলকের বিরুদ্ধে রয়েছে একাধিক সমাজবিরোধী কাজ কর্মের অভিযোগ।
বস্তুত, তুলকালাম কাণ্ড সোদপুরে। অটোর উপর দুষ্কৃতী হামলা ও ভাঙচুরের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সোদপুরে। হামলার প্রতিবাদের সোদপুরের রাসমণি মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন চলে। পরে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ বাহিনী। ঝামেলার সূত্রপাত হয়, রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইক সরাতে বলাকে কেন্দ্র করে। রাস্তার উপর একটি বাইক দাঁড়িয়ে ছিল। ওই বাইকটিকে সরানোর জন্য বলেছিলেন এক অটোচালক। আর সেই বাইক সরানোকে কেন্দ্র করে অটোর ওপর দুষ্কৃতী হামলা এবং ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, এরপর ওই অটোচালককে বেধড়ক মারধর করার অভিযোগও উঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।