BSF: পুজোর আগে সীমান্তে বিরাট সাফল্য পেল BSF
Hinggalganj: শুক্রবার রাতে নাকা চেকিং চলছিল সীমান্তে। বিএসএফ কুকুর ও স্ক্যান ডিটেক্টর দিয়ে নাকা চেকিং চালানোর সময় বোলতলা এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর নিষিদ্ধ তরল মাদক অর্থাৎ ফেনসিডিল। অভিযুক্তকে বিএসএফ আটক করে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে তাঁর বাড়ি বাংলাদেশে।

হিঙ্গলগঞ্জ: সীমান্তে সব-সময় কড়া প্রহরায় বিএসএফ (BSF)। চলছিল তল্লাশি। আর পুজোর ঠিক আগে আগে সীমান্ত থেকে যা উদ্ধার হল তাতে স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। বিএসএফ-এর নাকা চেকিংয়ের সময় হিঙ্গলগঞ্জ সীমান্তের ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা এই মাদকগুলি উদ্ধার করেছে।
শুক্রবার রাতে নাকা চেকিং চলছিল সীমান্তে। বিএসএফ কুকুর ও স্ক্যান ডিটেক্টর দিয়ে নাকা চেকিং চালানোর সময় বোলতলা এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর নিষিদ্ধ তরল মাদক অর্থাৎ ফেনসিডিল। অভিযুক্তকে বিএসএফ আটক করে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে তাঁর বাড়ি বাংলাদেশে। সঙ্গে সঙ্গে বিএসএফ ফেনসিডিল-সহ ওই বাংলাদেশি যুবককে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম গফফার মোল্লা। তাঁর বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ভারা সিমলা এলাকায়। গত বৃহস্পতিবার রাতে ওই বাংলাদেশি বাংলাদেশের সুলুপুর বিবিজি ক্যাম্প এলাকা থেকে নদীপথে ভারতে প্রবেশ করেছিল। তারপর ভারত থেকে ফেন্সিডিল নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। তখনই বিএসএফ তাকে ধরে ফেলে। ধৃত এই বাংলাদেশিকে পাঠানো হয় বারাসাত আদালতে।
