Bashirhat: সারি-সারি সাজানো দুধের ট্যাঙ্কি! তার ভিতরেই লুকনো রূপো, পাচারের আগেই আটকে দিল বিএসফ

BSF seizes Silver Jewelry : এই দুধের ট্যাঙ্কির ভিতরেই লুকানো ছিল রূপোর গহনা।

Bashirhat: সারি-সারি সাজানো দুধের ট্যাঙ্কি! তার ভিতরেই লুকনো রূপো, পাচারের আগেই আটকে দিল বিএসফ
ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার সোনার গহনা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2021 | 2:51 PM

বসিরহাট: একের পর এক চোরাচালান ভেস্তে দিচ্ছিন সীমান্তরক্ষীবাহিনীর সদস্যরা।কার্যত চোরাচালানকারীদের কোমর ভেঙে দিয়েছে বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানরা কড়া হাতে চোরাচালান দমন করছেন। পাচারকারীদের পরিকল্পনা ক্রমাগত বানচাল করে দিচ্ছেন । আজ সীমান্তে দুধের ট্যাঙ্কি থেকে প্রচুর রূপোর গয়না উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেফতার ১ জন।

সূত্রের খবর, বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্ট। সেখানে সারি সারি সাজানো রয়েছে দুধের ট্যাঙ্কি। কিন্তু কে জানত এই দুধের ট্যাঙ্কির ভিতরেই লুকানো ছিল রূপোর গহনা। বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল বছর ৪০ দুধ ব্যবসায়ী প্রকাশ ঘোষ। কিন্তু বিএসএফের চোখকে এত সহজে ফাঁকি দেওয়া যায় না। ১১২ নম্বর ব্যাটলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসা করতেই সত্যিটা সামনে চলে আসে। দুধের মধ্যে প্রায় পাঁচ কেজি রূপোর গহনা উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য প্রায় দু’লক্ষ টাকা।

ইতিমধ্যে পাচারকারীকে স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়ার গহনাগুলি তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত পাচারকারী প্রকাশ ঘোষকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এর সঙ্গে কোন আন্তর্জাতিক পাচার চক্র যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী।

এর আগে গত ২ অক্টোবর সীমান্ত চৌকি হাকিমপুর, ১১২ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি অভিযান চালান। বেলা আনুমানিক ০৩ টে ৩৫ মিনিটের দিকে, জওয়ানরা হাকিমপুর চেকপোস্টের কাছে এক সন্দেহজনক মোটরসাইকেল চালককে আসতে দেখে, যে হাকিমপুর থেকে বিথারী বাজারের দিকে যাওয়ার চেষ্টা করছিল। প্রাপ্ত পূর্ব সূচনা অনুসারে বিএসএফ জওয়ানরা তাকে দাঁড় করিয়ে তল্লাশি করতে চাইলে পাচারকারী পালানোর চেষ্টা করে। সতর্ক জওয়ানরা তাকে ধরে ফেলেন । বিএসএফ জওয়ানরা তল্লাশি করলে তার মোটরসাইকেলের চেসিস ফ্রেম থেকে ১০ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। জওয়ানরা শীঘ্রই সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করে এবং চোরাচালানকারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। ধৃত চোরাচালানকারীর নাম কাজি আসিফ ইকবাল। বয়স ৫০ বছর। ধৃত ব্যক্তি উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাসিন্দা।

ধৃত চোরাচালানকারী এবং আটক করা সোনার বিস্কুটগুলি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তেঁতুলিয়ার কাস্টমস অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক ১১২ ব্যাটালিয়নের জওয়ানদের সাফল্যের জন্য আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এটি কেবলমাত্র কর্তব্যরত জওয়ানদের সতর্কতার কারণে সম্ভব হয়েছে। অফিসার স্পষ্টভাবে বলেছেন যে তাঁর জওয়ানদের নজর থেকে কিছুই লুকানো যাবে না। তিনি আরও বলেছেন যে চোরাচালান সম্পর্কিত সঠিক তথ্য দেওয়ার জন্য তার একটি দুর্দান্ত দলও রয়েছে।

আরও পড়ুন: Gold Smuggling: পাচারের আগেই উদ্ধার ৫৭ লাখ টাকার সোনার বিস্কুট