CBI: সিবিআইয়ের নোটিস বনগাঁর চেয়ারম্যান গোপাল শেঠকে

Supriyo Guha | Edited By: সায়নী জোয়ারদার

Mar 11, 2024 | 4:17 PM

Bongaon: শুধু শঙ্কর আঢ্যর বাড়ির সিসিক্যামেরার ফুটেজই নয়। নজরে বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়ির সামনে থাকা তিনটে ক্যামেরার ফুটেজও। শঙ্করের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে গোপালের বাড়ি। গোপাল শেঠের বাড়ির তিনটি ক্যামেরার ফুটেজও পেতে চান তদন্তকারীরা।

CBI: সিবিআইয়ের নোটিস বনগাঁর চেয়ারম্যান গোপাল শেঠকে
বাড়িতে গোপাল শেঠ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ইডির উপর হামলার তদন্তে এসে এবার বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে নোটিস ধরাল সিবিআই। সোমবার সকালে ইডির উপরে হামলার ঘটনার তদন্তে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শঙ্করের বাড়িতে ঢোকা ও বেরোনোর রাস্তায় রয়েছে বেশ কয়েকটি সিসিক্যামেরা। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার তথ্য পেতে শঙ্কর আঢ্যর বাড়ির ক্যামেরাগুলি তদন্তকারীদের নজরে। এই সিসি ক্যামেরার ফুটেজ হাতে পেতে চান তদন্তকারীরা।

শুধু শঙ্কর আঢ্যর বাড়ির সিসিক্যামেরার ফুটেজই নয়। নজরে বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়ির সামনে থাকা তিনটে ক্যামেরার ফুটেজও। শঙ্করের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে গোপালের বাড়ি। গোপাল শেঠের বাড়ির তিনটি ক্যামেরার ফুটেজও পেতে চান তদন্তকারীরা।

আর সে কারণেই সোমবার গোপাল শেঠের সঙ্গে বেশি কিছু সময় কথা বলার পর তাঁকে নোটিস ধরানো হয় সিবিআইয়ের তরফে। পাশাপশি বনগাঁ থানা, বনগাঁ পুরসভাকেও নোটিস দেওয়া হয় সিবিআইয়ের তরফে। শঙ্করের বাড়ির এলকায় কয়েকটি সিসি ক্যামেরা আছে, যার কয়েকটি নিয়ন্ত্রণ পুরসভার হাতে বলে খবর। কয়েকটি ক্যামেরার নিয়ন্ত্রণ থানার হাতে। ঘটনার দিনের ফুটেজ পাওয়ার জন্যই এদিন থানা ও পুরসভাকে দেওয়া হয় নোটিস।

শিমুলতলায় শঙ্করের বাড়ির আশপাশের কয়েকজন প্রতিবেশীকেও এদিন সিসি ক্যামেরার ফুটেজ দেওয়ার জন্য নোটিস দেয় সিবিআই। এমনকী শঙ্করের বাড়ি ও পার্টি অফিসে লাগানো ক্যামেরায় ঘটনার দিনের কী ছবি ধরা পড়েছে তা খতিয়ে দেখতে চায় সিবিআই। সে কারণেই এদিন শঙ্কর আঢ্যকেও নোটিস ইস্যু করা হয়। এদিন তাঁর স্ত্রী সিবিআইয়ের নোটিস গ্রহণ করেন। নোটিসে আগামী ২০ মার্চের মধ্যে সকলকেই তথ্যপ্রমাণ হিসাবে ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Next Article