Road Condition: মাটি নয়, এটা ৫০ লক্ষ খরচে তৈরি নতুন পিচের রাস্তা! হাত দিয়ে খুঁড়লেই উঠে আসছে চাঙড়

Road Condition: স্বাধীনতার পর প্রথম এই রাস্তা তৈরি হয়েছে মাসখানেক আগে। জেলা পরিষদের পক্ষ থেকে এলাকার মানুষের দাবি অনুযায়ী পিচের রাস্তা তৈরি করা হয়। সেই রাস্তার অবস্থা দেখে ক্ষুব্ধ এলাকাবাসী।

Road Condition: মাটি নয়, এটা ৫০ লক্ষ খরচে তৈরি নতুন পিচের রাস্তা! হাত দিয়ে খুঁড়লেই উঠে আসছে চাঙড়
হাত দিলেই ভেঙে যাচ্ছে রাস্তাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2024 | 5:29 AM

দেগঙ্গা: দিন ১৫-২০ আগে তৈরি হয় পিচ রাস্তা। খরচ হয় ৫০ লক্ষ টাকা। এরই মধ্যে একেবারে বেহাল দশা। বর্ষা সবে শুরু হয়েছে। এরই মধ্যে রাস্তার যা অবস্থা, তা দেখে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ। তাঁরা বলছেন, ‘এটা পিচ রাস্তা না, যেন লিকুইড রাস্তা। সাইকেল চললেই রাস্তা ভেঙে যাচ্ছে।’ মাত্র এই কয়েকদিনে যদি এত খারাপ অবস্থা হয়, তাহলে আগামিদিনে কী হবে, তা ভেবেই উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ঘটনা।

৫০ লক্ষের সেই পিচ রাস্তায় দেখা যাচ্ছে, হাত দিলেই উঠে যাচ্ছে পিচের চাঙড়, বেরিয়ে আসছে মাটি। এলাকার মানুষের অভিযোগ, মাটির উপর পিচের প্রলেপ দিয়ে রাস্তা তৈরির নামে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করা হয়েছে। এই অভিযোগে, শুক্রবার ঠিকা সংস্থার কর্মীদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

এই সেই রাস্তা

জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান, তড়িঘড়ি ওই রাস্তা মেরামত করার জন্য জানানো হয়েছে এজেন্সিকে। তিনি বলেন, “রাস্তা ঠিক না হলে ঠিকাদার সংস্থার লাইসেন্স বাতিল করা হবে। ১৫ দিনের মধ্যে ঠিক করে দেবে বলেছে ওই সংস্থা।” তাঁর যুক্তি, ওই এলাকায় অনেক ইঁট ভাটা রয়েছে, ফলে ইঁট বোঝাই লরি ওই রাস্তার ওপর দিয়ে যায় দিনরাত। সেই কারণেই এই অবস্থা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এই খবরটিও পড়ুন

উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের কালিয়ানী থেকে রামনাথপুর যাওয়ার প্রায় দেড় কিলোমিটার রাস্তা ছিলই না। স্বাধীনতার পর প্রথম এই রাস্তা তৈরি হয়েছে মাসখানেক আগে। জেলা পরিষদের পক্ষ থেকে এলাকার মানুষের দাবি অনুযায়ী পিচের রাস্তা তৈরি করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, ছোট ছোট গাড়ির চাকায় উঠে আসছে পিচ, পাথর। এমনকী মাটি পর্যন্ত উঠে আসছে। তাঁদের দাবি, রাস্তা তৈরিতে দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে। এলাকার মানুষের দাবি, নতুন করে আবার রাস্তা তৈরি করা হোক।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)