‘জঙ্গি’র পিসতুতো ভাইয়ের কীর্তি দেখে চমকে দেখে গেল পুলিশ, কী বললেন বৌদি

Murshidabad: শাদ রাডি কেরল থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়ার পর জানা যায়, মুর্শিদাবাদে ভোটার তালিকায় তাঁর নাম আছে। শুধু তাই নয়, শাদের পিসতুতো বৌদি ছিলেন তৃণমূল নেত্রী। পঞ্চায়েত সদস্যাও ছিলেন তিনি।

'জঙ্গি'র পিসতুতো ভাইয়ের কীর্তি দেখে চমকে দেখে গেল পুলিশ, কী বললেন বৌদি
তের আত্মীয়রাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2024 | 10:13 AM

মুর্শিদাবাদ: গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আর এবার সেই চক্র ধরতে আসরে নেমেছে রাজ্য পুলিশের এসটিএফ। তল্লাশি শুরু করেই সোজা মুর্শিদাবাদে পৌঁছে গেলেন এসটিএফ-এর সদস্যরা। রবিবার মধ্যরাতে গ্রেফতার করা হল দুজনকে। এর মধ্যে একজন কেরল থেকে জঙ্গি সন্দেহে ধৃত শাদ রাডির পিসতুতো ভাই।

রবিবার মুর্শিদাবাদের নওদায় চলে তল্লাশি। এরপরই শাদ রাডির পিসতুতো ভাইয়ের বাড়িতে হাজির হয় পুলিশ। প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতার করা হয়েছে সাজিবুল ইসলাম নামে ওই যুবককে। উল্লেখ্য, এই সাজিবুলের স্ত্রী ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। সাজিবুলকে জিজ্ঞাসাবাদ করে মুস্তাকিম নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গি কার্যকলাপের সঙ্গে এদের যোগ ছিল বলে সন্দেহ পুলিশের।

নওদা থেকে ধৃত সাজিবুল ইসলাম ও মুস্তাকিম শেখকে জঙ্গি আইনে গ্রেফতার করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ১১৩ নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে তাঁদের। ধৃত সাজিবুল ইসলাম জঙ্গি সাব শেখ বা শাদ রাডির  পিসির ছেলে। সজিবুল এর বন্ধু মুস্তাকিম। ধৃতদের জঙ্গি কার্যকলাপের কারণে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। কয়েকদিন আগেই দুজনকে এই মুর্সাশিদাবাদ থেকেই গ্রেফতার করা হয়। ধৃত মিনারুল শেখের হোয়াটসঅ্যাপ থেকে যোগাযোগ  করার প্রমাণ পেয়েছে পুলিশ। অন্যান্য জেহাদি কার্যকলাপের তথ্যও মিলেছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য শাদ রাডি কেরল থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়ার পর জানা যায়, মুর্শিদাবাদে ভোটার তালিকায় তাঁর নাম আছে। শুধু তাই নয়, শাদের পিসতুতো বৌদি ছিলেন তৃণমূল নেত্রী। পঞ্চায়েত সদস্যাও ছিলেন তিনি। তাঁর স্বামীকেই এদিন গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনায় হতভম্ব সাইজুলের স্ত্রী। কেন তাঁর স্বামীকে ধরে নিয়ে যাওয়া হল, তা বুঝতে পারছেন না তিনি।