তৃণমূল নেতার ‘দাদাগিরি’, স্বাস্থ্যকেন্দ্রে বন্ধই হয়ে গেল গর্ভবতীদের টিকাকরণ!

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Sep 03, 2021 | 8:37 PM

COVID Vaccination:দত্তপুকুরের ওই স্বাস্থ্যকেন্দ্রে আসা টিকাপ্রাপকদের অভিযোগ, টিকার লাইনে দাঁড়ানোর পর আচমকা দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী রাজু দত্ত ও তাঁর অনুগামীরা আচমকা ওই নেতার মনোনীত ১০ জনের নামের তালিকা এনে টিকা দিতে হবে বলে হুমকি দেন বলে অভিযোগ

তৃণমূল নেতার দাদাগিরি, স্বাস্থ্যকেন্দ্রে বন্ধই হয়ে গেল গর্ভবতীদের টিকাকরণ!
দত্তপুকুর স্বাস্থ্য়কেন্দ্র, নিজস্ব চিত্র

Follow Us

উত্তর ২৪ পরগনা: তৃণমূল নেতার (TMC) দাদাগিরির জেরে বন্ধ টিকাকরণের কর্মসূচি। বৃহস্পতিবার দত্তপুকুরের প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে গর্ভবতী ও ১২ বছরের অনুর্ধ্ব শিশুদের মায়েদের টিকাকরণের কর্মসূচি চলাকালীন এমনই অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের স্বামী রাজু দত্ত ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

দত্তপুকুরের ওই স্বাস্থ্যকেন্দ্রে আসা টিকাপ্রাপকদের অভিযোগ, টিকার লাইনে দাঁড়ানোর পর আচমকা দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী রাজু দত্ত ও তাঁর অনুগামীরা আচমকা ওই নেতার মনোনীত ১০ জনের নামের তালিকা এনে টিকা দিতে হবে বলে হুমকি দেন বলে অভিযোগ। স্বাস্থ্য়কর্মীরা জানান, স্বাস্থ্য়ভবনের নির্দেশ মেনে বাড়ি বাড়ি ঘুরে তাঁরা যে মহিলাদের নাম সংগ্রহ করেছেন কেবলমাত্র তাঁদেরই টিকাকরণ হবে। কিন্তু, ওই তৃণমূল নেতা তখন স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্য়বহার করেন এবং প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ। ফলে স্বাস্থ্য়কর্মীরা কাজ করতে অস্বীকার করায় টিকাকরণের কর্মসূচি বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন টিকা নিতে আসান মহিলারা। তাঁদের মধ্য়ে কেউ কেউ আবার গর্ভবতীও ছিলেন!

টিকাকেন্দ্রে থাকা এক স্বাস্থ্য়কর্মীর কথায়, “পঞ্চায়েতের তৃণমূল নেতা রাজু দত্ত এদিন টিকাকেন্দ্রে এসে বলেন ওঁর দশজনের তালিকার সকলকে টিকা দিয়ে দিতে হবে। আমি পরিষ্কার বলি, আমার এলাকায় আমি মহিলাদের টিকা দেওয়ার কথা। সেইমতো টিকাকরণ চলছে। অন্য় কেউ টিকা পাবেন না। সর্বোচ্চ ১০০ জন টিকা পাবেন। কিন্তু ওই নেতা বলতে রীতিমতো হুমকি দিতে শুরু করেন। বলেন, ‘টিকা দিতেই হবে। ১০০ জনের মধ্যে আমার ১০ জনকে টিকা দিতে হবে। না দিলে দেখে নেব। তোর বাড়ি কোথায়?’ আমি তখনও নিজের সিদ্ধান্তে অনড়। আমায় পাল্টা চুলের মুঠি ধরে  দেওয়ালে ঠুকে দেওয়ার কথাও বলেন ওই তৃণমূল নেতা। আমি পরে জানতে পারি, যে রাজু দত্ত নামের ওই তৃণমূল নেতা এলাকার পঞ্চায়েত প্রধানের স্বামী। আমরা গোটা ঘটনাটা ব্লক স্বাস্থ্য় আধিকারিককে জানিয়েছি।”

পরিস্থিতি বেগতিক বুঝে টিকাকেন্দ্রে এসে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্বাস্থ্য়কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েই টিকাকরণের কর্মসূচি চালু হয়। ঘটনায়, ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এই ঘটনায় আমডাঙার তৃণমূল কংগ্রেসের বিধায়ক রফিকুর রহমান বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে টিকা নিয়ে কোনও রাজনীতি করা চলবে না। যদি এই ধরনের কাজ যদি কেউ করে থাকে তবে তা অন্যায়। আমি গোটা বিষয়টা খতিয়ে দেখব।” বিজেপি নেতা অনন্তদেব চট্টোপাধ্যায় বলেন, “এটা তৃণমূলের কাছে নতুন কোনও বিষয় নয়। গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস কী ধরনের কাণ্ডকারখানা ঘটিয়ে চলেছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমরা এই ঘটনার তীব্র বিরোধিতা করছি।” আরও পড়ুন: ‘যাঁরা টিকিট দিয়েছিলেন তাঁরা তৃণমূলে’, ‘আপত্তিকর’ বিশ্বজিতের ফুলবদলে শান্তনুর নিশানায় মুকুল!

 

 

 

Next Article