বনগাঁ: ফের দলবদল। সিপিএম-এর টিকিটে জিতে জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। দলবদলের পর বললেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে এই দলবদল। এ দিকে, ওই প্রার্থী তৃণমূলে যোগদান করায় বনগাঁ-র আকাইপুর পঞ্চায়েত চলে এল ঘাসফুল শিবিরের দখলে।
শনিবার বনগাঁ সাংগাঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে এসে তৃণমূল কংগ্রেসে যোগ দেন আকাইপুর গ্রাম পঞ্চায়েতের মাটিহারা গ্রামের সদ্য জয়ী সিপিআইএম পঞ্চায়েত সদস্য হাসানুর মণ্ডল। জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস তাঁর হাতে দলীয় পতাকা তুলেন দেন। এ দিকে, হাসানুর তৃণমূলে যোগ দেওয়ায় ওই পঞ্চায়েত হাতছাড়া হল সিপিএম-এর।
এ দিন হাসানুর বলেন, “যাঁরা আমাকে জয়ী করেছেন তাঁদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষের উন্নতির জন্য তৃণমূলে যোগ দিলাম।” অপরদিকে, সিপিএম পঞ্চায়েত সদস্যের যোগদানে এলাকায় তৃণমূলের আরও শক্তি বৃদ্ধি হল বলে জানিয়েছেন বিশ্বজিৎ। তাঁর কথায়, “তৃণমূলে অনেকেই আসতে চাইছে। কিন্তু যাঁরা ভাল তাঁদেরকেই বেছে-বেছে নেওয়া হচ্ছে।”