Duttapukur Firing: মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় চলল গুলি, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে দুই যুবক

Dipankar Das | Edited By: অংশুমান গোস্বামী

Jul 29, 2023 | 11:47 PM

এক যুবকের গলায় এবং অপর যুবকের পেটে গুলি লেগেছে। আহত দুই যুবককেই উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বারাসত হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

Duttapukur Firing: মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় চলল গুলি, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে দুই যুবক
গুলিবিদ্ধ যুবককে আনা হয়েছে হাসপাতালে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

দত্তপুকুর: মোবাইল ছিনতাই করার চেষ্টা করেছিলেন দুষ্কৃতীরা। তাতে বাধা দিতেই চলল গুলি। শনিবার রাতে এই গুলি চালনার ঘটনায় ২ জন যুবক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার কদম্বগাছি মধুপুর ও চণ্ডীগড়ি এলাকায়। এক যুবকের গলায় এবং অপর যুবকের পেটে গুলি লেগেছে। আহত দুই যুবককেই উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বারাসত হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। গুলি চালনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব এলাকাবাসী।

শনিবার রাতে গুলি চলল দত্তপুকুর থানার কদম্বগাছি এলাকায় গুলি চালনা ঘটনায় ছড়াল চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাড়ি ফিরছিলেন মধুপুরের বাসিন্দা শুভজিৎ ঘোষ নামের এক যুবক। সে সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী শুভজিতের থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এর জেরে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এর পরই শুভজিৎকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। তাঁর গলায় গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার পরই ওই এলাকায় সোনা ঘোষ নামে অপর এক যুবককেও গুলি করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাঁর পেটে গুলি লেগেছে।

আহত দুই যুবককেই উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে আসা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক দিন আগেও গুলি চলার ঘটনা ঘটেছিল এই এলাকায়। কিন্তু পুলিশকে বলা সত্ত্বেও কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ তাঁদের। শনিবারের গুলি চালানোর ঘটনার পর তাঁরা খুবই আতঙ্কিত বলেও জানিয়েছেন। গুলি চালনায় অভিযুক্তদের ধরতে তৎপর হয়েছে পুলিশ। অভিযুক্তদের ধরতে জেলাজুড়ে নাকা চেকিং চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

Next Article