Deganga Crime: অনেকটা রাত, অদ্ভুত শব্দটা কানে আসছিল, এ কী রাস্তাতেই স্বামী-স্ত্রীর এই কাণ্ড!

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 12, 2022 | 11:29 AM

Deganga Crime: পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার মাটিকুমড়ার বাসিন্দা কোহিনুর বিবির সঙ্গে উত্তর দেবীপুর এলাকার বাসিন্দা পেশায় কুঠুরিয়া নজরুল মণ্ডলের বিয়ে হয়।

Deganga Crime: অনেকটা রাত, অদ্ভুত শব্দটা কানে আসছিল, এ কী রাস্তাতেই স্বামী-স্ত্রীর এই কাণ্ড!
দেগঙ্গায় আক্রান্ত মহিলা

Follow Us

উত্তর ২৪ পরগনা: অনেকটা রাত। রাস্তাঘাট তখন প্রায় ফাঁকা। হঠাৎই আর্তনাদ শুনতে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ঘর থেকে বেরোতেই কাতরাতে দেখেছিলেন মহিলাকে। পাশ থেকে যিনি বেরিয়ে গেলেন, তা দেখে আরও স্তম্ভিত হয়ে যান তাঁরা। রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে কাতরাচ্ছেন তখন সেই মহিলা। ঘাড়ের কাছে দগদগ করছে ঘা। আর কেউ নন, তাঁর ওপর রাতে রাস্তায় ফেলে কোপানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেগঙ্গার মাটিকুমড়ার এলাকায়।

আক্রান্ত গৃহবধূর নাম কোহিনুর বিবি। রবিবার রাতে সাইকেলে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সে সময়ই তাঁর স্বামী নজরুল মণ্ডল তাঁর পথ আটকায়। অতর্কিতে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীয়ের ওপর হামলা চালায় তিনি। ঘাড়ে, গলায় এলোপাথাড়ি কোপ মারতে থাকেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার মাটিকুমড়ার বাসিন্দা কোহিনুর বিবির সঙ্গে উত্তর দেবীপুর এলাকার বাসিন্দা পেশায় কুঠুরিয়া নজরুল মণ্ডলের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকে তাঁর ওপরে শারীরিক মানসিক অত্যাচার করত। প্রায়শই মত্ত অবস্থায় বাড়িতে এসে মারধর করতেন তাঁকে।

সংসারের নিত্য অশান্তি থেকে বাঁচতে বাপের বাড়িতে চলে আসেন কোহিনুর। মির্জানগর এলাকা একটি জুট মিলে কাজ করে সংসার চালাতেন। রবিবার রাত ১০ টা নাগাদ সাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন। কুচেমোড়া এলাকায় হাবড়া পৃথিবা রোডের ওপরে তাঁকে একা পেয়ে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ।

কোহিনুরের আর্তনাদ শুনেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পথ চলতি সাধারণ মানুষও জড়ো হয়ে যান। কোহিনুরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরো পরিবারে খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় দেগঙ্গা থানাতেও। বর্তমানে কোহিনুর দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত স্বামী পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

Next Article