কোভিড নমুনা সংগ্রহ নিয়ে ‘বিতর্কিত’ নির্দেশিকা উত্তর ২৪ পরগনায়, পরীক্ষায় রাশ টানতেই নির্দেশ, উঠছে প্রশ্ন

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 13, 2021 | 3:24 PM

Covid-19: করোনার প্রথম ঢেউ ও দ্বিতীয় ঢেউয়ের সময় দেখা গিয়েছে কলকাতার পরই সংক্রমণের নিরিখে শীর্ষে থেকেছে উত্তর ২৪ পরগনা জেলা।

কোভিড নমুনা সংগ্রহ নিয়ে বিতর্কিত নির্দেশিকা উত্তর ২৪ পরগনায়, পরীক্ষায় রাশ টানতেই নির্দেশ, উঠছে প্রশ্ন
ফাইল চিত্র। PTI

Follow Us

কলকাতা: বাড়ি থেকে কোভিডের নমুনা সংগ্রহে বিধি নিষেধ আরোপ করল উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতর। বেসরকারি ল্যাবগুলিকে বায়ো মেডিক্যাল বর্জ্য অপসারণ করতে হবে পদ্ধতি মেনে। স্বাস্থ্য দফতরের বেশ কিছু নিয়মাবলী রয়েছে। সে সমস্ত কিছু বজায় রেখেই একমাত্র এই কাজ করা যাবে। কিন্তু উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে কিছু গাফিলতি হওয়ায় আরও কড়া প্রশাসন।

ল্যাব টেকনিসিয়ান হিসাবে কারা নমুনা সংগ্রহ করছেন? তাঁদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথি জেলা স্বাস্থ্য দফতরকে দেখাতে হবে, এমনই নির্দেশ জেলা স্বাস্থ্য দফতরের। বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে সংক্রমণ না ছড়ানোর নিরাপত্তা বিধি মেনে তা ল্যাবে নিয়ে যাওয়া হচ্ছে কি না তাও নিশ্চিত করতে হবে। এই তিন প্রশ্নে সন্তোষজনক জবাব না পাওয়া পর্যন্ত উত্তর ২৪ পরগনায় বেসরকারি ল্যাবেরটরিগুলিকে বাড়ি থেকে নমুনা সংগ্রহ বন্ধ রাখতে বলা হয়েছে।

এদিকে জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বেসরকারি ল্যাবগুলির বক্তব্য, উত্তর ২৪ পরগনা দৈনিক আক্রান্তের নিরিখে এখন শীর্ষে রয়েছে। নমুনা পরীক্ষায় রাশ টেনে দৈনিক আক্রান্তের সংখ্যাকে নিয়ন্ত্রণে আনার লক্ষ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। যদিও জেলা স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তার বক্তব্য, জনস্বাস্থ্যের নিয়ম মেনে বাড়ি থেকে নমুনা সংগ্রহ না হ‌ওয়ার জন্য‌ই এই নির্দেশ। এ ক্ষেত্রে কোনও রকম গাফিলতিই বরদাস্ত করা হবে না।

রাজ্য স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের কোভিড বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৭ জন। একই সময়ের মধ্যে সেরে উঠেছেন ৭৭৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ জন কমে হয়েছে ১০ হাজার ১২৭। সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৪৪৬ টি নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ১.৬৪ শতাংশ মানুষ পজিটিভ। স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী একদিনের সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা জেলা। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৮৮ জন। মৃত্যু হয়েছে ২ জনের।

করোনার প্রথম ঢেউ ও দ্বিতীয় ঢেউয়ের সময় দেখা গিয়েছে কলকাতার পরই সংক্রমণের নিরিখে শীর্ষে থেকেছে উত্তর ২৪ পরগনা জেলা। যেহেতু একেবারে কলকাতা সংলগ্ন এই জেলা, ফলে বহু মানুুষের যাতায়াত সংক্রমণ ছড়াতে ইন্ধন জুগিয়েছে। এখনও অবধি উত্তর ২৪ পরগনায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩,২০, ২৫০ জন। মৃত্যু হয়েছে ৪,৫৯৩ জনের। আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে ‘অপসারিত’ মহুয়া দাস, ‘মুসলিম কন্যা’ বিতর্কের জেরেই কি এই সিদ্ধান্ত?

Next Article