উত্তর ২৪ পরগণা: বিশ্বের যেখানেই কর্মসূত্রে বাঙালিরা (Bengali) পৌঁছেছেন সেখানেই দেবী দুর্গার (Durga Idol) আরাধনা হয়ে এসেছে বছর বছর। কখনও আমেরিকা (America)কখনও ব্রিটেন (Britain), কখনও স্পেনের(Spain) মাটিতে বাঙালিরা মেতেছেন শারদীয়া (Sarodia) উদযাপনে।
এরকমই এক শহর জার্মানির এরলাঙ্গেন (Erlangen)। সেখানেও এখন সাজো সাজো রব। কারণ মা আসছেন তার বাপের বাড়ি। কিন্তু বিশ্বের অন্যান্য প্রান্তের চেয়ে কিছুটা আলাদা এই পুজো (Puja)। কলকাতার (Kolkata) কুমারটুলির (Kumartuli) মাটির কাজ বা ফাইবার গ্লাসের তৈরি দেবী দূর্গা (Durga) নয়, এরলাঙ্গেন (Erlangen) শহরের দূর্গাপুজোয় প্রতিমা তৈরি হয়েছে খোদ জার্মান (German) মাটিতেই। যার কারিগর কর্মসূত্রে সেই শহরে থাকা এক বঙ্গতনয় দীপঙ্কর সরকার (Dipankar Sarkar)।
প্রতিবেশীদের সঙ্গে নিয়ে যিনি গত একমাস ধরে প্রতিমা গড়াই পুজোর প্রস্তুতি সামলাচ্ছেন জোরকদমে। তবে দেবীর সাজসজ্জা অন্যান্য উপকরণ যাচ্ছে রানাঘাট (Ranaghat) থেকেই। দীপঙ্কর বাবুর শ্বশুরমশাই গৌড় পালের (Gour Paul) হাত ধরে মহিষাসুরমর্দিনীর সমরসজ্জা পৌঁছেছে এরলাঙ্গেন শহরে। আর হিটলারের দেশের মাটিতে তৈরি মহামায়ার আরাধনায় নদিয়ার (Nadia) রাণাঘাট থেকে জার্মানি পাড়ি দিচ্ছেন পুরোহিত পরিমল চক্রবর্তী (Parimal Chakraborty)।
আজ, মহা ষষ্ঠীর দিনে জার্মান মাটিতে তৈরি হওয়া দেবী দুর্গার বোধন। এরপর সপ্তমী, অষ্টমী, সন্ধিপূজা, নবমী, দশমীর পুজোও হবে সমস্ত রীতি মেনেই। আর এই পুজোকে কেন্দ্র করে সেই শহরের প্রবাসী বাঙালিরা তো বটেই, দেশের মাটি ছেড়ে ইউরোপের মাটিতে পাড়ি দেওয়া পুরোহিত পরিমল চক্রবর্তীও উৎসাহিত।
তিনি বলেন, “বিদেশের মাটিতে পুজো করার অভিজ্ঞতা আমার নেই। আমি গৌর বাবুর বাড়ির পুরোহিত। তার জন্যই আজ আমি জার্মান শহরে পুজো করার সুযোগ পাচ্ছি। আমি গর্বিত এই সযোগ পেয়ে। তাই সমস্ত রীতি মেনে যথা নিয়মে সেখানে দেবীর আরাধনা চেষ্টা করব। আশা করব পুজো ভালো হবে।” এদিকে, এরলাঙ্গেন শহরে শারদীয়া উদযাপণের কাণ্ডারী দীপঙ্কর সরকারে শ্বশুরমশাই গৌর পাল বলেন, “আমার জামাই সমস্ত সাজসজ্জা হাতে এঁকে ঠিয়েছিল। সেই মাপ মতো আমি সমস্ত জিনিসপত্র সেখানে আগেই পাঠিয়ে দিয়েছি। তবে আকর্ষণ হল, জার্মান মাটি দিয়েই পুজো হবে এই প্রথমবার। বিষয়টি নিয়ে আমরাও সমান আগ্রহী। প্রায় এক মাস ধরে আমার জামাই প্রতিমা তৈরীর কাজ করেছেন। অনেকেই সাহায্যও করেছে তাকে সেই কাজে। তাই এই পূজাকে কেন্দ্র করে সেখানে অন্যান্য প্রবাসী বাঙালি ও ভারতীয়দের (Indian) মধ্যেও উন্মাদনা চরমে। আমরা চাই আমাদের মত তারাও যেন সেখানে শারদীয়ার আনন্দে মেতে ওঠে।”
আরও পড়ুন: Lakhimpur Kheri: লখিমপুর হিংসায় ধৃত মন্ত্রীপুত্রকে ৩ দিনের পুলিশি হেফাজত
আরও পড়ুন: Durga Puja 2021: বাঁকসার মিত্র বাড়ির মন্দিরের আদলেই নাকি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির গড়েন রাসমণি