Lakhimpur Kheri: লখিমপুর হিংসায় ধৃত মন্ত্রীপুত্রকে ৩ দিনের পুলিশি হেফাজত

Ashish Mishra: লখিমপুরের হিংসায় চার কৃষক সহ মোট আট জনের মৃত্যুর ঘটনায় ধৃত আশিস মিশ্রকে শর্তসাপেক্ষে তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করল আদালত।

Lakhimpur Kheri: লখিমপুর হিংসায় ধৃত মন্ত্রীপুত্রকে ৩ দিনের পুলিশি হেফাজত
তিন দিনের পুলিশি হেফাজত আশিসকে (ছবি - PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2021 | 5:35 PM

লখিমপুর: লখিমপুরের হিংসায় চার কৃষক সহ মোট আট জনের মৃত্যুর ঘটনায় ধৃত আশিস মিশ্রকে শর্তসাপেক্ষে তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করল আদালত। শনিবার রাতেই স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রকে গ্রেফতার করেছিল উত্তর প্রদেশ পুলিশ। এরপর সেদিনই গভীর রাতে তাঁকে আদালতে পেশ করা হয়েছিল। সেইসময় আদালত আশিসকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল।

সেদিন রাতেই আশিসকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছিল আদালতে। কিন্তু আদালত সেই সময় কিছু জানায়নি। তখন বলা হয়েছিল, আজ সকাল ১১ টার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই বিষয়টি শুনবেন। এরপর আজ শর্তসাপেক্ষে আশিস মিশ্রর তিনদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে আদালত।

শনিবার প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর লখিমপুরের হিংসায় চার কৃষক সহ আট জনের মৃত্যুর ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়। এরপর চিকিৎসকদের একটি বিশেষ দল আশিস মিশ্রকে পরীক্ষা করে দেখেন এবং তারপর মন্ত্রী পুত্রকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হয়। তিনি আশিস মিশ্রকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিলেন।

৩ অক্টোবর গাড়ি চাপা পড়ে কৃষক মৃত্যুর ঘটনার পর থেকেই তাঁর গ্রেফতারির দাবিতে সরব হয়েছিল বিরোধীরা। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাঁর বাবার ইস্তফার দাবিও উঠেছিল। শুক্রবারই তাঁর পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি সমন এড়িয়ে গিয়েছিলেন। অবশেষে গতকাল সকালে আশিস কড়া পুলিশি পাহারার মাঝে হাজির হন লখিমপুরে ।

গত রবিবার উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমর মিশ্র ও উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য্যের। মন্ত্রীদের আসার পথেই বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। আচমকাই কনভয় থেকে একটি কালো রঙের এসইউভি গাড়ি কৃষকদের ধাক্কা মারে। এরপরই সংঘর্ষ শুরু হয়। ঘটনায় ৪ কৃষক সহ মোট ৮ জনের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি।

আন্দোলনকারী কৃষক ও বিরোধীরা দাবি করেন, যে গাড়িটি কৃষকদের চাপা দিয়েছিল, সেই গাড়িতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিস মিশ্র। যদিও মন্ত্রী এই দাবি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সেইদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না আশীষ। তিনি অন্য একটি সভায় উপস্থিত ছিলেন, শতাধিক ব্যক্তি তাকে সেখানে দেখেছে।

এদিকে, ক্ষোভের মুখে পড়ে ঘটনার পরের দিনই আশিস মিশ্র সহ মোট ১৩ জনের নামে এফআইআর দায়ের করে উত্তর প্রদেশ পুলিশ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হতেই আশিস মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়। কিন্তু শুক্রবার সেই সমন এড়িয়ে যান তিনি। এরপর শনিবার দীর্ঘক্ষণ ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরেও সন্তুষ্ট হননি তদন্তকারী আধিকারিকরা। ডিআইজি জানিয়েছেন, আশিস বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। তদন্তে অসহযোগিতার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: Mohan Bhagwat: হিন্দু ঘরের অল্পবয়সি ছেলে-মেয়েদের কীভাবে ধর্মান্তরিত হওয়া থেকে আটকানো যাবে? দাওয়াই দিলেন সংঘ প্রধান