Duttapukur: স্লিপ নিয়েও রেশন না দেওয়ার অভিযোগ, বিক্ষোভ দেখাতেই তৃণমূল বলল ‘ডিলারের মাথার ঠিক নেই’
North 24 Pargana: অভিযুক্ত রেশন ডিলারের নাম সুমন ভদ্র। অভিযোগ, রেশন উপভোক্তাদের আঙুলের টিপসই নিয়ে কাগজ দিয়েও রেশনের সামগ্রী দিতে অস্বীকার করেন। বিগত তিন মাস যাবত এরকম চলছিল। এরপর পঁচিশ হাজার ক্ষুব্ধ রেশন উপভোক্তা মঙ্গলবার রেশন দোকানের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন।
দত্তপুকুর: রেশন দুর্নীতি নিয়ে যখন গুচ্ছ-গুচ্ছ অভিযোগ উঠছে রাজ্য থেকে, সেই সময় এবার এক রেশন ডিলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। হাতের টিপসই নিয়ে স্লিপ দিয়েও রেশন সামগ্রী নিয়ে প্রতারণা। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ময়নাগোদীর ঘটনা।
অভিযুক্ত রেশন ডিলারের নাম সুমন ভদ্র। অভিযোগ, রেশন উপভোক্তাদের আঙুলের টিপসই নিয়ে কাগজ দিয়েও রেশনের সামগ্রী দিতে অস্বীকার করেন। বিগত তিন মাস যাবত এরকম চলছিল। এরপর পঁচিশ হাজার ক্ষুব্ধ রেশন উপভোক্তা মঙ্গলবার রেশন দোকানের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন।
তাঁদের অভিযোগ, দীর্ঘদিন যাবত টিপ সই নেওয়ার পরও কেন তাঁদের উপযুক্ত রেশনের সামগ্রী তাঁরা পাচ্ছে না? তা নিয়েই রীতিমত বিক্ষোভ দেখানো শুরু হয়। এরপরই দোকান ছেড়ে পালিয়ে যান রেশন ডিলার সুমন ভদ্র। উপভোক্তাদের সামাল দিতে এসে উপস্থিত হয় দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী। তারপর পুলিশ দাঁড়িয়ে থেকেই কিছু সংখ্যক উপভোক্তাদের হাতে রেশন সামগ্রী তুলে দেয়।
ঘটনাস্থলে তৎক্ষণাত এসে পৌঁছান বারাসত ব্লক এক-এর সভাপতি হালিমা বিবি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীরা। তিনি জানান, “দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এই রেশন ডিলার। তার ফলেই রেশন সামগ্রী দিতে হয়তো কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন।” তবে উপভোক্তাদের অভিযোগ, তাঁরা রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্য দফতর পর্যন্ত অভিযোগ করেন। এমনকী প্রথমে রেশন ডিলারকে বারংবার অনুরোধ করেন উপযুক্ত রেশন সামগ্রিক উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার জন্য।