ED Raid: ইডির নজরে জিমেল, কী কী তথ্য দিয়ে পাসপোর্টের আবেদন খুঁটিয়ে দেখছেন গোয়েন্দারা
Kolkata: খড়দহে তল্লাশির পরেও ব্যবসায়ীর জিমেল তথ্য সংগ্রহ ইডির। সূত্রের খবর, ওই ব্যবসায়ী বিদেশি মুদ্রা কেনাবেচার কাজ করেন। ঘন-ঘন থাইল্যান্ড সহ মধ্যপ্রাচ্যের দেশে যাতায়াত করেন। উল্লেখ্য, উল্লেখ্য, পাসপোর্ট জালিয়াতি মামলায় সোমবার থেকে তৎপর ছিলেন ইডি আধিকারিকরা।

কলকাতা: ইডির নজরে এবার ইমেল এবং জিমেল ডেটা। পাসপোর্ট সেবা কেন্দ্র সংলগ্ন দোকানের তল্লাশির পর সেখানকার পাঁচ বছরের জিমেল ও গুগলের তথ্য সংগ্রহ করল ইডি (ED)। পাশাপাশি খড়দহে যে দোকানে তল্লাশি চলছিল, সেইখান থেকেও তথ্য সংগ্রহ করেছেন তাঁরা।
সম্প্রতি পাসপোর্ট সেবা কেন্দ্র সংলগ্ন পাশের একটি দোকানে তল্লাশি চলেছিল। একই সঙ্গে খড়দহেও চলে জোর তল্লাশি অভিযান। সেই দুটি জায়গারই বিগত পাঁচ বছরের জিমেলের ব্যাকআপ ও গুগলের যাবতীয় ডেটা সংগ্রহ করে এনেছেন আধিকারিকরা। বিগত পাঁচ বছরে কাদের-কাদের পাসপোর্ট সংক্রান্ত আবেদন এই সংস্থা করেছে, সেই আবেদনে কী কী নথি ব্যবহার করা হয়েছে, কারা-কারা তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিল সেই সমস্ত কিছু জানার চেষ্টা করছেন তাঁরা। ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই এই তথ্যগুলি তাঁরা ফরেন্সিকে পাঠাবেন। খড়দহে তল্লাশির পরেও ব্যবসায়ীর জিমেল তথ্য সংগ্রহ ইডির।
সূত্রের খবর, ওই ব্যবসায়ী বিদেশি মুদ্রা কেনাবেচার কাজ করেন। ঘন-ঘন থাইল্যান্ড সহ মধ্যপ্রাচ্যের দেশে যাতায়াত করেন। উল্লেখ্য, পাসপোর্ট জালিয়াতি মামলায় সোমবার থেকে ফের তৎপর ছিলেন ইডি আধিকারিকরা। নদিয়ার চাকদহে একটি কাঠের মিস্ত্রির বাড়িতে তল্লাশি চালান তাঁরা। এর পাশাপাশি খড়দহতেও চলে তল্লাশি। আর আজ খড়দা বাজারের কাছে বিটি রোডের ধারে অবস্থিত নর্মদা আবাসনে এক পরিবহণ ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। জাল পাসপোর্ট মামলায় এই ব্যবসায়ীর আদৌ কোনও ভূমিকা আছে কি না এই সমস্ত তথ্যই খুঁটিয়ে -খুঁটিয়ে দেখছেন আধিকারিকরা।
