উত্তর ২৪ পরগনা: জাল জন্ম সার্টিফিকেট বার করার ক্ষেত্রে কদম্বগাছি সব থেকে শীর্ষে। রিপোর্ট চাইলেন গোয়েন্দারা। গোয়েন্দাদের রিপোর্টে কদম্বগাছি পঞ্চায়েত জানিয়েছে, তারা এ বিষয়ে কিছু জানেন না। গোয়েন্দাদের অনুমান, এ বিষয়ে প্রশাসন, সরকারি দফতরের নীচু তলার কর্মীরা জড়িত রয়েছেন। পঞ্চায়েতের কেউ জড়িত রয়েছেন, কিনা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পঞ্চায়েতের তরফ থেকে বলা হয়েছে, যদি কেউ অভিযুক্ত থাকেন, তাহলে তাঁদের শাস্তির ব্যবস্থা করবেন পঞ্চায়েত।
বাংলাদেশিদের ভারতের অনুপ্রবেশ। তারপর জাল নথি ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি করা নিয়ে ইতিমধ্যে গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন। বারাসত থেকে মূল চক্রী সমরেশ ও তাঁর সহযোগী মোক্তার আলমকে ছোট জাগুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পেরেছেন, কদম্বগাছি পঞ্চায়েত থেকে নকল জন্ম সার্টিফিকেট বার করে বাংলাদেশি নাগরিকদের নামে পাসপোর্ট তৈরি করতেন তাঁরা।
কীভাবে কদম্বগাছি পঞ্চায়েত থেকে এত জাল জন্ম সার্টিফিকেট বেরলে, তা জানতে চেয়েছেন গোয়েন্দারা। যদিও কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডলের বক্তব্য এই পঞ্চায়েতের নাম ব্যবহার করে সার্টিফিকেট অন্য় জায়গা থেকে বার করা হচ্ছে। তিনি বলেন, “৯টা মতো নাম এসেছিল আমাদের অফিসে, আমরা খতিয়ে দেখেছি, সেগুলো সঠিক ছিল না, ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের পঞ্চায়েত অফিস থেকে এরকম কোনও নামের বার্থ সার্টিফিকেট ইস্যুই হয়নি। যারা করছে, অন্যায় করছে। পঞ্চায়েতের নাম ব্যবহার করে ইস্যু করাচ্ছে। এটা সম্পূর্ণই নয়। এটা আসলে পঞ্চায়েতের নয়। এটা বাইরে থেকে করা হচ্ছে।”