Fake Voter Card Bangladeshi: ‘দুই বাংলার’ ছেলে প্রভাস! ভারতে এসে মা পাতিয়েই তৈরি হয়েছে ভোটার কার্ড
Fake Voter Card Bangladeshi: প্রভাসের পরিচয় নিয়ে জট তৈরি হয়েছে নানা মহলে। অভিযোগ, একাধারে যেমন ভারতের ভোটার তালিকাতেও নাম রয়েছে প্রভাসের। পাশাপাশি, তার কাছে রয়েছে বাংলাদেশের পরিচয় পত্রও।

হিঙ্গলগঞ্জ: মাস কতক আগে ঠিক এই ভাবেই প্রকাশ্যে এসেছিল নিউটন দাসের কথা। সে ‘দুই বাংলারই’ ছেলে। বাংলাদেশেও যেমন ভোট দেয়, ঠিক তেমনই ভোট দেয় এই বাংলাতেও। যা ঘিরে সরব হয়েছিলেন বিরোধীরা। শাসক শিবিরের বিরুদ্ধে বাংলাদেশি ঢোকানো থেকে নাগরিকত্ব বিলানো সবেরই অভিযোগ তুলেছিলেন তারা।
এবার নিউটন পেরিয়ে তির গিয়েছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাসিন্দা প্রভাস মণ্ডলের দিকে। প্রভাসের পরিচয় নিয়ে জট তৈরি হয়েছে নানা মহলে। অভিযোগ, একাধারে যেমন ভারতের ভোটার তালিকাতেও নাম রয়েছে প্রভাসের। পাশাপাশি, তার কাছে রয়েছে বাংলাদেশের পরিচয় পত্রও।
কিন্তু ভারতে এসে কীভাবে নিজের পরিচয় পত্র তৈরি করল ‘বাংলাদেশি’ প্রভাস? একাংশের অভিযোগ, ভোটার কার্ডে নাম থাকা প্রভাসের মা বানি মণ্ডল ভারতীয়। তিন বছর আগে বাংলাদেশ থেকে এ রাজ্যে এসেছিল সে। তারপর এই বানি মণ্ডল নামে এক মহিলাকে নিজের মায়ের পরিচয় দিয়ে ভোটার কার্ড তৈরি করে প্রভাস।
শুক্রবার তার বাড়িতে গেলেও, তার হদিশ পাওয়া যায়নি। প্রভাসের স্ত্রী রিতা মণ্ডলের দাবি, সে কলকাতায় গিয়েছে। এরপরেই তার পরিচয়পত্র নিয়ে জিজ্ঞাসাবাদ করতে রিতা মণ্ডলের দাবি, “উনি তো ৩০ বছর আগে এখানে এসেছেন। ছোটবেলা থেকেই এখানে থাকত।” এক স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইসাক গাজী আবার জানিয়েছেন, “আগে বাংলাদেশে থাকত। হঠাৎ দেখি, এখানে জায়গা জমি কিনছে। কয়েক বছর আগেই এসেছে। ওর ভারতেও ভোটার কার্ড রয়েছে। বাংলাদেশেও রয়েছে।”
তবে এই ঘটনা শুধু হিঙ্গলগঞ্জের মধ্য়ে সীমিত নয় বলে দাবি বিজেপির। এদিন বসিরহাট জেলা বিজেপির যুব সভাপতি পলাশ সরকারের দাবি, “তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় শুধু হিঙ্গলগঞ্জ নয়, রাজ্যের প্রতিটি সীমান্ত এলাকায় এমন হাজার হাজার বাংলাদেশি ঢুকে বসে রয়েছে। এদের ভোটেই ওরা ক্ষমতায় থাকছে।” তবে এই দায়কে কেন্দ্রের দিকেই ঠেলে দিয়েছেন হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল। তাঁর দাবি, “এই লোক কীভাবে ভোটার কার্ড তৈরি করল, সেই উত্তর কমিশন দেবে। আর কীভাবে সে ভারতে ঢুকল তার উত্তর দেবেন অমিত শাহ। কাউকে নাগরিক করার দায়িত্ব আমার নয়।”

