Fraud Case: শান্তনু ঠাকুরের সই জাল করে মতুয়া কার্ড বানানোর অভিযোগ, গ্রেফতার ২
Fraud Case: উঠে আসে এলাকারই এক সাইবার ক্যাফের মালিকের নাম। ওই সাইবার ক্যাফের মালিক ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সবুজ মণ্ডল ও মিরা মণ্ডল। ঠাকুরনগর গাতির বাসিন্দা। ঠাকুরবাড়ি লাগোয়া একটি সাইবার ক্যাফে রয়েছে তাঁদের।

উত্তর ২৪ পরগনা: শান্তনু ঠাকুরের স্বাক্ষর জাল করে মতুয়া কার্ড বানানো অভিযোগে গ্রেফতার সাইবার ক্যাফের মালিক ও তাঁর স্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্বাক্ষর নকল করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পারিবারিক সদস্য কার্ড করে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গাইঘাটা থানার পুলিশ।
উঠে আসে এলাকারই এক সাইবার ক্যাফের মালিকের নাম। ওই সাইবার ক্যাফের মালিক ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সবুজ মণ্ডল ও মিরা মণ্ডল। ঠাকুরনগর গাতির বাসিন্দা। ঠাকুরবাড়ি লাগোয়া একটি সাইবার ক্যাফে রয়েছে তাঁদের।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ক্যাফেতে বসেই মতুয়া কার্ড জাল করা হয়েছিল। বুধবার তাঁকে ধরে শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ মতুয়ারা পুলিশের হাতে তুলে দেন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ১৪ টি নতুয়া কার্ড, কম্পিউটারের হার্ডডিস্ক উদ্ধার হয়েছে।
ধৃত সবুজের পাঁচ দিনের পুলিস হেফাজত চেয়ে দুই জনকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ মনে করছে, এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত। এই চক্রের খোঁজ চালাচ্ছে পুলিশ।

