Fraud Case: গ্রাহক সেবা চালানোর নামে কোটি টাকার প্রতারণা, ধরা পড়লেন স্বামী, এখনও নিখোঁজ স্ত্রী
Fraud Case: উত্তর ২৪ পরগনার বাগদার নতুন বাজারে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্র চালাত হেলেঞ্চার দম্পতি অর্পিতা অধিকারী মন্ডল ও তার স্বামী অমিত মণ্ডল । গ্রামের গরিব মানুষের জমানো টাকা নিয়ে বেপাত্তা ছিলেন ওই দম্পতি।

উত্তর ২৪ পরগনা: গ্রাহক সেবা কেন্দ্র চালানোর নাম করে কোটি টাকা জালিয়াতি করার অভিযোগ। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। ধৃতের নাম অমিত মণ্ডল।
উত্তর ২৪ পরগনার বাগদার নতুন বাজারে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্র চালাত হেলেঞ্চার দম্পতি অর্পিতা অধিকারী মন্ডল ও তার স্বামী অমিত মণ্ডল । গ্রামের গরিব মানুষের জমানো টাকা নিয়ে বেপাত্তা ছিলেন ওই দম্পতি। গত মঙ্গলবার গ্রাহক পরিষেবা কেন্দ্রের সামনে ক্ষোভে ফেটে পড়েছিলেন গ্রাহকেরা। আবাস যোজনার টাকা ও অসাধারণ মানুষের জমানোর টাকা নিয়ে চম্পট দিয়েছিলেন তাঁরা ।
লিখিত অভিযোগ পাওয়ার পরে তদন্তে নেমে শনিবার সন্ধ্যায় বনগাঁ থানা এলাকার জোকা আমতলা থেকে অমিতকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, অমিতের খোঁজে ওঁত পেতে ছিল পুলিশ। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, যোগা আমতলা এলাকায় পরিচিত কারও সঙ্গে দেখা করবার জন্য আমিত আসতে পারেন।
অমিতকে গ্রেফতার করে তাঁর স্ত্রীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ ।

