Barrackpur: ব্যারাকপুরে ট্রাকে করে যাচ্ছিল সোফা, তার ভিতরেই লুকিয়ে রহস্য, চমকে উঠবেন জানলে
Barrackpur: আসলে ব্যারাকপুরে ঘটেছে এমনই ঘটনা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ৫৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। খোঁজ পেয়েছে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের।

ব্যারাকপুর: আকছাড় রাস্তাঘাটে চলার সময় ট্রাকে করে মালপত্র-সোফা নিয়ে যেতে দেখা যায় লোকজনদের। কিন্তু ভেবে দেখেছেন কি এই সোফা বা মালপত্রের ভিতরে আদৌ কিছু আছে কি না। কেন জানেন? আসলে ব্যারাকপুরে ঘটেছে এমনই ঘটনা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ৫৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। খোঁজ পেয়েছে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের।
গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ৫৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, একটি ট্রাকে আসবাবপত্র নিয়ে যাওয়া হচ্ছিল। তা ভেঙেই এই গাঁজা উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ব্যারাকপুর গোয়েন্দা বিভাগের কাছে আগেই খবর ছিল যে সোফা চেয়ারগুলি বানানোর সময় তার মধ্যেই গাজা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর এই সবের পিছনে নাম জড়িয়েছিল বিহারের বাসিন্দা সুব্রত দে এবং নদিয়ার চাকদহের বাসিন্দা সুরোজিৎ বিশ্বাস। সেই মতোই তৎপর ছিলেন গোয়েন্দারা। এরপর গতকাল দেখা যায় নাগের বাজার থেকে ব্যারাকপুরের দিকে একটি ট্রাক আসছে। আর সেই ট্রাকের ভিতরে রয়েছে সোফা সেট, চেয়ার। এরপর হাত দেখিয়ে গাড়িটি দাঁড় করায় পুলিশ। তল্লাশি চালাতেই সোফার ভিতর থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ গাঁজা। এরপরই পর্দা ফাঁস করে পুলিশ। এই র্যাকেটের সঙ্গে আর কারা জড়িয়ে আছে তাদের খোজে তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।

