Garulia Municipality: কালী পূজার পোস্টারে বদলে গেল পুরসভার প্রশাসকের নাম, শুরু রাজনৈতিক চাপানউতোর

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 22, 2021 | 10:34 AM

Garulia Municipality: নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক তথা গারুলিয়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুনীল সিং অভিযোগ করেন একটা পৌরসভায় একের অধিক পৌর প্রশাসক রয়েছে গাড়ুলিয়া পৌরসভাতে।

Garulia Municipality: কালী পূজার পোস্টারে বদলে গেল পুরসভার প্রশাসকের নাম, শুরু রাজনৈতিক চাপানউতোর
পোস্টারে বদলে গেল পুরপ্রশাসকের নাম (নিজস্ব চিত্র)

Follow Us

উত্তর ২৪ পরগনা: কালীপুজোর পোস্টারে বদলে গেল প্রশাসকের নাম। তুঙ্গে রাজনৈতিক চর্চা।

গাড়ুলিয়া পৌরসভার ১ এক নম্বর ওয়ার্ডে পৌষ কালী পূজার ব্যানার ঘিরে রাজনৈতিক চাপানউতোর ছড়াল শ্যামনগর ফিডার রোড এলাকাতে। গাড়ুলিয়া পৌরসভার পৌরপ্রশাসক হলেন রমেন দাস। সম্প্রতি এলাকায় পৌষ কালী পুজোর একটি ব্যানার পড়েছে। তাতে পৌর প্রশাসক হিসাবে উল্লেখ করা হয়েছে পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অনন্যা সাহাকে। তিনি ১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরও। তা নিয়েই রাজনৈতিক চর্চা তুঙ্গে।

নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক তথা গাড়ুলিয়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুনীল সিং অভিযোগ করেন, একটা পৌরসভায় একের অধিক পৌর প্রশাসক রয়েছেন। তাঁর এমনটাও দাবি, হঠাৎই হয়তো গাড়ুলিয়া পৌরসভার বর্তমান পৌর প্রশাসক রমেন দাসকে পরিবর্তন করে তাঁর জায়গায় এক নম্বর ওয়ার্ডের বিদায় পৌরমাতা তথা বর্তমান গাড়ুলিয়া পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য অনন্যা সাহাকে বসানো হয়েছে। আর সেই কারণেই পৌষ কালী পূজোর ব্যানারে অনন্যা সাহা নামের পাশে পৌর প্রশাসক পদাধিকার বসানো হয়েছে।

এই বিষয় নিয়ে বলতে গিয়ে গাড়ুলিয়া পৌরসভার পৌর প্রশাসক রমেন দাসের বক্তব্য, “হয়তো ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে এই ভুল করেছেন পৌর প্রশাসক মন্ডলীর সদস্য অনন্যা সাহা।” গোটা বিষয়টি দলের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি পার্থ ভৌমিক এর কাছে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

অপরদিকে গাড়ুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দত্ত বলেন, “এই ঘটনা সম্পূর্ণ অন্যায় ভাবে করা হয়েছে। পৌর প্রশাসক কোনওদিন দু’জন হন না। এই ঘটনা আমরা উচ্চ নেতৃত্বকে জানাবো।”

এই বিষয় নিয়ে গাড়ুলিয়া মিউনিসিপ্যালিটি এক নম্বর ওয়ার্ডের বিদায় পৌর কাউন্সিলর অনন্যা সাহার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা সত্ত্বেও তিনি এর কোনও উত্তর দিতে নারাজ।

আরও পড়ুন: BJP meeting: দলবদলুদের আর জায়গা নয়, কারা থাকবে বিজেপির নতুন রাজ্য কমিটিতে?

আরও পড়ুন: Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা! বড়দিনে কেমন থাকবে আবহাওয়া?

 

Next Article