Hazi Nurul: ‘শেখ শাহজাহান না থাকলে দলের ক্ষতি’, বলেই ঢোঁক গিললেন হাজি নুরুল

Dipankar Das | Edited By: সায়নী জোয়ারদার

Jan 29, 2024 | 6:34 PM

ED: ইডির ভয়ে শাহজাহান পালিয়ে গিয়েছেন, এমন তত্ত্বও খাড়া করছেন কেউ কেউ। তবে হাজি নুরুল তা মানতে নারাজ। বসিরহাট সংসদীয় জেলার তৃণমূল সভাপতি হাজি নুরুলের দাবি, "দেখা যাচ্ছে না তো কোথাও। তবে পলাতক বলব না। সে হয়ত আশপাশে কোথাও আছে। নিজের গ্রাম অঞ্চল ছেড়ে কি সে চলে যাবে?"

Hazi Nurul: শেখ শাহজাহান না থাকলে দলের ক্ষতি, বলেই ঢোঁক গিললেন হাজি নুরুল
হাজি নুরুল ও শেখ শাহজাহান।
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: আজ সোমবার (২৯ জানুয়ারি) ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল শেখ শাহজাহানের। দিন গড়িয়ে সন্ধ্যা হলেও শাহজাহান সেখানে যাননি। আজ যে হাজিরা দিচ্ছেন না, তা এক প্রকার ধরেই নেওয়া যায়। এরইমধ্যে এদিন বসিরহাটে এক অনুষ্ঠানে গিয়ে শাহজাহান নিয়ে মুখ খুললেন বসিরহাট সংসদীয় জেলার তৃণমূল সভাপতি হাজি নুরুল ইসলাম। এর আগে রাজ্যের মন্ত্রী অখিল গিরি শাহজাহানের অবস্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এবার হাজি নুরুলের বক্তব্য ঘিরেও জোর চর্চা। এলাকা ছেড়ে শাহজাহান গিয়েছেন বলে মনে করেন না তিনি। একইসঙ্গে তিনি মনে করেন, শাহজাহানের না থাকাটা দলের জন্যও ক্ষতি।

ইডির ভয়ে শাহজাহান পালিয়ে গিয়েছেন, এমন তত্ত্বও খাড়া করছেন কেউ কেউ। তবে হাজি নুরুল তা মানতে নারাজ। বসিরহাট সংসদীয় জেলার তৃণমূল সভাপতি হাজি নুরুলের দাবি, “দেখা যাচ্ছে না তো কোথাও। তবে পলাতক বলব না। সে হয়ত আশপাশে কোথাও আছে। নিজের গ্রাম অঞ্চল ছেড়ে কি সে চলে যাবে?”

তাহলে কি জেলার নেতা হিসাবে তাঁর সঙ্গে কথা হয়েছে? হাজি নুরুলের দাবি, একেবারেই নয়। তিনি বলেন, তাঁরা এই ইস্যুতে রাজ্য নেতৃত্বের বক্তব্যের দিকেই নজর রাখছেন। লোকসভা ভোটের আবহে শাহজাহানের ‘না থাকা’ কতটা প্রভাব ফেলতে পারে সংগঠনে?

প্রশ্নের জবাবে হাজি নুরুল বলেন, “দলের তো অবশ্যই ক্ষতি। সত্যিকারের একটা ইয়ে হবে…।” তবে সেই ক্ষতির পরিমাণ কতটা, তা নিয়ে কিছু বলতে চাননি হাজি নুরুল। সে ভার তিনি স্থানীয় বিধায়কের ঘাড়ে ঠেলেছেন। হাজি নুরুলের বক্তব্য, “আমি নেতা হতে পারি কিন্তু সেখানকার বিধায়ক সুকুমার মাহাতো স্থানীয় ছেলে। ওনারাই দেখবেন।”

Next Article