বছর সাতেকের বাচ্চা ছেলে দেখল গোটা কাণ্ড, থম মেরে গিয়েছে সে! বাবা বললেন, ‘চিনি সব্বাইকেই, বলব না’

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 22, 2021 | 10:59 AM

Kamarhati: শনিবার নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় দোকানদার বলছেন, সন্ধ্যায় তাঁরা দোকান খুলেই বসে ছিলেন।

বছর সাতেকের বাচ্চা ছেলে দেখল গোটা কাণ্ড, থম মেরে গিয়েছে সে! বাবা বললেন, চিনি সব্বাইকেই, বলব না
ফাইল চিত্র

Follow Us

উত্তর ২৪ পরগনা: ঝামেলার সূত্রপাত হয়েছিল মহরমের দিন। এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছিল দুই গোষ্ঠী। আবারও দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধল শনিবার রাতে। এলাকা দখলকে কেন্দ্র করেই হল বোমাবাজি, চলল গুলির লড়াই। শনিবার রাতে নতুন করে উত্তেজনা ছড়াল কামারহাটিতে (Kamarhati Clash)।

কামারহাটি আনোয়ার বাগানে আনোয়ার ও তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এলাকা দখল ঘিরে তাঁদের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। মহরমের দিন নতুন করে উত্তেজনা ছড়ায়। এলাকায় বোমাবাজি হয়। তারপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

শনিবার নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় দোকানদার বলছেন, সন্ধ্যায় তাঁরা দোকান খুলেই বসে ছিলেন। রাস্তায় লোকজন এমনিতে কম ছিল। আচমকাই দশ -বারো জন দুষ্কৃতী এলাকায় অস্ত্র উঁচিয়ে চলে আসে।

দোকানের সামনে বোমাবাজি করতে থাকে বলে অভিযোগ। দুই রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ। দোকানের দেওয়ালে গুলির চিহ্ন দেখতে পাওয়া যায়। এক দোকানির কথায়, “আমি তখন ছিলাম না। আমার ছোটো ছেলে ছিল। আচমকাই ওরা চলে আসে। এলাকায় বোমাবাজি করতে থাকে।” বছর সাতেকের বাচ্চা ছেলেটার সামনে বেপরোয়া বোমাবাজি হতে থাকে। ভয়ে কাঁপতে থাকে সে। কোনও মতে অন্যান্য লোকেরা তাকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়।

অভিযুক্তদের চিনলেও তাঁদের নাম নিতে চাননি ওই দোকানদার। তাঁর কথায়, “সিসিটিভিতেই দেখা যাচ্ছে কারা এই কাজ করেছে। সেটা ভাল করে খতিয়ে দেখলেই বোঝা যাবে। আমরা সবাই তাদের চিনি।”

অন্য এক স্থানীয় যুবকের কথায়, “ওরা বোমাবাজি করতে করতে এলাকায় ঢোকে। সবাই পালিয়ে যেতে পেরেছিল। কিন্তু আমি সামনে পড়ে যাই। বন্দুকের বাঁট দিয়ে আমার মাথায় মারে। আমার সামনেই ওরা বোমবাজি করতে থাকে।”

স্থানীয়দের অভিযোগ, এলাকা দখল ঘিরে দুপক্ষের মধ্যে ঝামেলা দীর্ঘদিনের। কিন্তু মহরমের দিন থেকে তা আরও বেশি মাথা চাড়া দিয়ে ওঠে। শনিবার রাতের ঝামেলার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ পৌঁছয়। র‌্য়াফ নামানো হয়।

তবে এলাকা এই ভাবে বারবার উত্তপ্ত হয়ে ওঠায়, মাঝেমধ্যেই বোমাবাজির ঘটনায় বিরক্ত এলাকার বাসিন্দারা। দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে শনিবার রাতের ঝামেলার পর কামারহাটি পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন মহিলারা। সঙ্গে ছিলেন এলাকার বাসিন্দারাও। পুলিশ জানিয়েছে, এলাকার পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। স্থানীয়রা অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্তরা এলাকা ছেড়েছে। আরও পড়ুন: সিভিল ড্রেসেই ফের সজল ঘোষের বাড়িতে তল্লাশি পুলিশের, আদালতের যাওয়ার ভাবনা বিজেপি নেতার

Next Article