Habra: ধর্ষণ, হুমকি তারপর খুনের অভিযোগ, হাবড়ায় গ্রেফতার কলকাতা পুলিশের কর্মী

Dipankar Das | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 14, 2024 | 1:23 PM

Habra: এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্য়ে একজন কলকাতা পুলিশের কর্মী ও একজন তৃণমূল নেত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Habra: ধর্ষণ, হুমকি তারপর খুনের অভিযোগ, হাবড়ায় গ্রেফতার কলকাতা পুলিশের কর্মী
অভিযুক্ত গ্রেফতার
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাবড়া: ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল আগেই। সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেও দাবি নির্যাতিতার দাদার। সম্প্রতি উদ্ধার হয় সেই মহিলার দেহ। সেই অভিযোগে এবার গ্রেফতার খোদ কলকাতা পুলিশের কর্মী। তাঁর স্ত্রী তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্যাকেও গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার হাবড়ার ঘটনা।

ভাড়াটিয়া মহিলাকে খুনের অভিযোগ উঠেছে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে। গত ১০ অক্টোবর উদ্ধার হয় সেই মহিলার দেহ। মৃতার দাদার অভিযোগ, তাঁর বোনকে খুন করেছেন ওই পুলিশ কর্মী। পুরো বিষয়টাতে মদত দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধেও।

জানা গিয়েছে, মাস দেড়েক আগে মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত পুলিশকর্মী। বেশ কিছুদিন ধরে ভাড়ায় ছিলেন ওই মহিলা। গত ৫ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার চারদিন পর অর্থাৎ ১২ সেপ্টেম্বর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এরপর থেকেই নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

এই খবরটিও পড়ুন

মৃতার পরিবারের দাবি, পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল দিনের পর দিন। কিন্তু কোনওভাবেই বিষয়টা মিটমাট করেননি নির্যাতিতা। সেই কারণেই খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তের স্ত্রী পুরো বিষয়টাই জানতে বলে অভিযোগ। মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাঁদের আদালতে পেশ করা হবে।

Next Article