TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত
Aug 28, 2021 | 11:07 AM
উত্তর ২৪ পরগনা: রেললাইনে ধস নামার জেরে ব্যাহত হল বনগাঁ শাখার ট্রেন চলাচল। সূত্রের খবর, ধস নামার জেরে আপ লাইনে শুধুমাত্র দত্তপুকুর স্টেশন পর্যন্তই ট্রেন চালানো সম্ভব হচ্ছে। অন্যদিকে, স্বস্তির খবর এটাই যে ডাউন লাইনে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। ইতিমধ্যেই ধস নামা অংশটি সারিয়ে তোলার কাজ শুরু করা হয়েছে রেলের পক্ষ থেকে।
সূত্রের খবর, ধসটি নেমেছে শিয়ালদহ-বনগাঁ শাখার গুমা অশোকনগরের লাইনের মাঝখানে। স্থানীয় মানুষজন সকালে দেখতে পায়, ২৩ নম্বর রেলগেটের কাছে বিদ্যাধরী খালের উপরে রেললাইনের অনেকটা এলাকা জুড়ে ধস নেমেছে। দেখতে পেয়েই রেল পুলিশকে বিষয়টি জানানো হয়। বিরাট বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিশ।
রেল আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, যেভাবে ধস নেমে নেমেছে তাতে কোনও ভাবেই ট্রেন চালানো সম্ভব হবে না। আপ লাইনের চলাচল দত্তপুকুরেই আটকে দেওয়া হয়। বর্তমানে অশোকনগর ও গুমা স্টেশনের মাঝে ধস সারাইয়ের কাজ চলছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে ধস মেরামতির কাজ শুরু করা হয়েছে। আপ লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হলেও ডাউন লাইনে তেমন কোনও সমস্যা হয়নি বলেই জানানো হয়েছে রেলওয়ের পক্ষ থেকে।
উল্লেখ্য, দিনকয়েক আগেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রো লাইনের পাশে ধস নেমেছিল। অত্যাধিক বৃষ্টিপাতের কারণে গতবার সেই ঘটনা ঘটেছিল বলে খবর। শুক্রবার সন্ধ্যাবেলাও উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত হয়। সম্ভবত সেই কারণেই ধস নেমে থাকতে পারে বলে অমুমান রেল আধিকারিকদের।