Sayantika Banerjee: বাগজোলা খাল দখল? সায়ন্তিকা যেতেই তুমুল বিক্ষোভ
Baranagar: বরাহনগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উপর দিয়ে গিয়েছে বাগজোলা খাল। সাংসদ সৌগত রায় খাল সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন তাঁর সাংসদ তহবিল থেকে। তারপর সংস্কার হয় বাগজোলা খাল। আর এরপরই পাশ্ববর্তী এলাকা জল জমার হাত থেকে রেহাই পায়। তবে অভিযোগ, বরাহনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সতীন সেন নগরের কাছে পাইলিং-এর নামে বাগজোলা খালের অংশ বেআইনিভাবে দখল করছে কিছু জমি মাফিয়া।

বরাহনগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উপর দিয়ে গিয়েছে বাগজোলা খাল। সাংসদ সৌগত রায় খাল সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন তাঁর সাংসদ তহবিল থেকে। তারপর সংস্কার হয় বাগজোলা খাল। আর এরপরই পাশ্ববর্তী এলাকা জল জমার হাত থেকে রেহাই পায়। তবে অভিযোগ, বরাহনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সতীন সেন নগরের কাছে পাইলিং-এর নামে বাগজোলা খালের অংশ বেআইনিভাবে দখল করছে কিছু জমি মাফিয়া। আর এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পাশাপাশি জমি মাফিয়াদের বিরুদ্ধেও সরব হয় এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দা মলয় রায় বলেন, “আমাদের খাল যতটা চওড়া ছিল। ততটা চওড়া খালটা চাই। শুনলাম সায়ন্তিকা সমস্যা সমাধানের চেষ্টা করছেন। আমাদের সঙ্গে কথা বলেছেন।”
বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বিধায়ক। আশ্বাস দেন সমস্যার সমাধান দ্রুত করা হবে। সায়ন্তিকা বলেন, “আমি দেখে এসেছি। যাঁরা দুদিকে থাকছেন তাঁদের বাড়ির সুরক্ষাটাও দেখতে হবে। খালটা সংস্কার তো একটা উদ্দেশ্য নিয়ে করতে হবে। সেই কারণে আমরা”
