হাবড়া: মঙ্গলবার হাবড়ায় সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। CAA কার্যকর করা নিয়ে আদ্যপান্ত বিজেপি-কে তোপ দেগেছেন তিনি। জানিয়েছেন, সিএএ নিয়ে দরখাস্ত করলে নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে। এ দিন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, যে ফর্ম ফিলাপ করতে বলা হয়েছে সেই ফর্মে বাবার জন্মের শংসাপত্র চাওয়া হয়েছে। সেই শংসাপত্র কি আদৌ কারোর কাছে রয়েছে?
হাবড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ফর্মের এক জায়গায় বলা হয়েছে বাবার বার্থ সার্টিফিকেট জমা দাও।সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে?” এরপরই তিনি জানান তাঁর বাবার জন্মের শংসাপত্র নেই। মুখ্যমন্ত্রী বলেন, “আমার বাবার বার্থ সার্টিফিকেট নেই। আমি বাবা-মার জন্মদিনই কবে জানি না।” সামনে উপস্থিত জনগণকে তিনি প্রশ্ন করেন, “আমার মতো আপনাদেরও এমন অনেক পরিবার আছে যাঁদের ৫০-৬০ বয়স তাঁরা বাবার। তাঁরা বার্থ সার্টিফিকেট খুঁজে পাবেন তো?”
উল্লেখ্য, সোমবারই সারা দেশে কার্যকর হয়েছে সিএএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি জানিয়ে দিয়েছিলেন, লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বার বার দেশবাসীকে এও আশ্বস্ত করেছেন, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএএ নয়।