Kunal Ghosh: SIR-এ সবচেয়ে বেশি ক্ষতি হবে মতুয়াদের: কুণাল
Kunal Ghosh on Shantanu Thakur: এদিন তিনি আরও বলেন, 'বিজেপি দিশাহারা, বাংলার টাকা-বকেয়া উপেক্ষা করেছে। বাংলায় কথা বললে পুশব্য়াক করছে। এবার ভোটার তালিকায় কারচুপি করবে। লোককে দেখাচ্ছে মুসলিমদের টার্গেট করছে। কিন্তু হিন্দুরাও এবার বিপদে পড়ছে, রাজবংশী কারা? হিন্দু।'

ঠাকুরনগর: এসআইআর ‘কাট‘, সিএএ-তে ‘ইন‘। রবির দুপুরে হিন্দু উদ্বাস্তুদের নিয়ে এই বার্তাই দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এসআইআর নিয়ে যখন বাড়ছে চাপানউতোর। উদ্বিগ্ন বাংলাদেশ থেকে আগত মতুয়া-রাজবংশীরা। সেই আবহে উওর ২৪ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আয়োজিত আন্তর্জাতিক মতুয়া গোসাই সন্মেলন থেকে তিনি বললেন, ‘এসআইআরে নাম বাদ গেলে সিএএ করা মানে তো সে নাগরিক।’ অবশ্য, তৃণমূলের দাবি, এসআইআর নিয়ে বিজেপি ‘দিশেহারা’।
শান্তনু ঠাকুরের এই মন্তব্যের প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। এদিন তিনি বলেন, ‘এসআইআর-এ সবচেয়ে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়াদের। সেটা বুঝে গিয়েছেন শান্তুনু ঠাকুর। এটা শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা। মতুয়াদের পুরোপুরি আমরা পাশে রয়েছি। মুখ্যমন্ত্রী তাঁদের পাশে রয়েছেন।’ ভোটার তালিকা থেকে বেনো জল দূর করতে মাস কতক ধরেই এসআইআর বা বিশেষ নিবিড় পরিমার্জনের পক্ষে সওয়াল করেছে বিজেপি। অবশ্য কুণালের দাবি, এটা তাঁদের দিশেহারা কৌশলের নজির।
এদিন তিনি আরও বলেন, ‘বিজেপি দিশাহারা, বাংলার টাকা-বকেয়া উপেক্ষা করেছে। বাংলায় কথা বললে পুশব্য়াক করছে। এবার ভোটার তালিকায় কারচুপি করবে। লোককে দেখাচ্ছে মুসলিমদের টার্গেট করছে। কিন্তু হিন্দুরাও এবার বিপদে পড়ছে, রাজবংশী কারা? হিন্দু।’ তাঁর সংযোজন, ‘বিজেপি শুধু মুসলিমদের কথা বলছে, কিন্তু অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর প্রভাব পড়তে চলেছে। না হলে এখন থেকে কেন বারবার বলতে হচ্ছে যে এসআইআর-এ বাদ গেলে সিএএ দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে?’
সোমে বাংলায় এসআইআর?
আগামিকাল অর্থাৎ সোমবার বিকালে ৪টে ১৪ মিনিট নাগাদ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। কিন্তু বৈঠকের কারণ কী? তা এখনও স্পষ্ট করেনি তাঁরা। সম্প্রতি কমিশনের প্রস্তুতি বৈঠক ও তামিলনাড়ুর এসআইআর ঘোষণার পর এবার বাংলা নিয়ে বেড়েছে জল্পনা। এই আবহেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠকের জেরে জল্পনা তৈরি হয়েছে বাংলার এসআইআর সম্ভবনা নিয়েও। রাত পোহালেই এসআইআর ঘোষণা হতে পারে বলে মনে করছেন একাংশ।
