Minakshi Mukherjee: ‘চাকরি বিক্রির দোকান খুলে রেখেছে সরকার’, ঝাঁঝালো আক্রমণ মীনাক্ষীর

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 16, 2022 | 3:04 PM

Minakshi Mukherjee: মীনাক্ষী বলেন, "সরকার যদি মনে করত, চাকরি বিক্রি না করে মেধার ভিত্তিতে যুব সমাজকে চাকরি দিতে পারত। যোগ্যতার নিরিখে সরকার চাকরি দিতে চায়নি।"

Minakshi Mukherjee: চাকরি বিক্রির দোকান খুলে রেখেছে সরকার, ঝাঁঝালো আক্রমণ মীনাক্ষীর
মমতাকে আক্রমণ মীনাক্ষীর

Follow Us

বারাসত : রাজ্যের একের পর এক নিয়োগে বেনিয়ম আর দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। হাইকোর্টে একের পর এক মামলায় অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নাম জড়িয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর। আর এরই মধ্যে এবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। ঝাঁঝালো ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ শানিয়ে মীনাক্ষী বলেন, “সরকার যদি মনে করত, চাকরি বিক্রি না করে মেধার ভিত্তিতে যুব সমাজকে চাকরি দিতে পারত। যোগ্যতার নিরিখে সরকার চাকরি দিতে চায়নি। বরং বিক্রি করতে চেয়েছে, তাই মানুষ কিনেছে। (রাজ্য) সরকার চাকরি বেচার দোকান খুলে রেখেছে।”

তিনি আরও বলেন, “সরকার যদি চাইত, স্থায়ী চাকরি দেওয়ার জন্য, তাহলে স্থায়ী চাকরি হত। সরকার চাইলে কল-কারখানা খুলত। সরকার যদি চাইত ঠিকাতে নিয়োগ না করে স্থায়ী চাকরি দেবে, তাহলে ঠিকাতে নিয়োগ হত না। সরকার যদি চাইত সঠিক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে, তাহলে মামলা হত না। সরকার চাকরি কেনার লোক এবং বেচার লোক, দুটিই ঠিক করে রেখেছে। সরকার যা চাইছে তাই হচ্ছে।

আক্রমণের সুর আরও চড়িয়ে মীনাক্ষী বলেন, “সরকার চেয়েছে যুব সমাজ রাস্তায় নামবে। মেধাকে রাস্তায় বসিয়ে সরকার যা চাইছে, তাই করছে। সেই কারণেই এত কিছু হচ্ছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি যা ছিল, তা পূরণ করেনি। যা মুখে বলেছিল, তা করেনি। আর সেই জন্য আন্দোলন করতে হবে।” এর পাশাপাশি আমতার ছাত্রনেতা আনিস খান মৃত্যুর ঘটনা নিয়েও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন বাম যুব নেত্রী। বলে রাখলেন, “আনিস খান কাণ্ডে সরকার সহজে ছাড় পাবে না।”

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে নিয়োগ দুর্নীতির পাশাপাশি বিভিন্ন জায়গায় সরকারি চাকরিতে নিয়োগের জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার হওয়ার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতি বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের এই মন্তব্য স্বাভাবিকভাবেই ফের কিছুটা হলেও অস্বস্তি বাড়াচ্ছে রাজ্য সরকারের।

Next Article