Minor Harassment: কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 15, 2022 | 7:12 PM

Bangaon: পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে বনগাঁয়। পুলিশ জানিয়েছে, নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে ওইদিন রাত্রিবেলা গ্রেফতার করেছে পুলিশ।

Minor Harassment: কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক
প্রতীকী ছবি

Follow Us

বনগাঁ: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ গৃহ শিক্ষককের বিরুদ্ধে। গোটা ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে বনগাঁয়। পুলিশ জানিয়েছে, নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে ওইদিন রাত্রিবেলা গ্রেফতার করেছে পুলিশ। শনিবার অভিযু্ক্তকে তোলা হয়েছে বনগাঁ মহকুমা আদালতে।

পুলিশ জানিয়েছে, ন’বছরের ওই নাবালিকা অনেক দিন ধরেই ওই গৃহশিক্ষককের কাছে পড়তে যেত। শুক্রবার সন্ধ্যে নাগাদও পড়তে যায় সে। অভিযোগ, মেয়েটিকে একা পেয়ে তাকে ধর্ষণ করে সে। এরপর সন্ধ্যে নাগাদ বাড়িতে ফেরে কিশোরী। বাড়ির সদস্যরা জিজ্ঞাসাবাদ করতেই গোটা ঘটনা খুলে বলে নির্যাতিতা। আর দেরী না করে রাত্রিবেলাই গোপালনগর থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। এই বিষয়ে আইনজীবী জানান, ‘আজ গোপাল নগর থানা থেকে একজন অভিযুক্তকে কোর্টে তোলা হয়েছে। ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ যে তিনি তাঁর ছাত্রীকে ধর্ষণ করেছে। ছাত্রীর মা গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গোপালনগর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে কোর্টে তুলেছে।’

উল্লেখ্য, এ দিকে, আজ জেলা থেকে আরও একটি ভয়ঙ্কর খবর প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, এক মহিলাকে বাঁশ বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল কয়েকজন যুবকের বিরুদ্ধে। তখন মহিলা বাঁধা দিতে গেলে, তাঁকে ধারাল অস্ত্র দিয়ে গলায় ও পেটে কোপানো হয়েছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই ওই ঘটনায় তেড়েফুঁড়ে তদন্তে নেমে পড়েছে ঘোলা থানার পুলিশ। পুলিশের তরফে ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে আরও দুইজন অভিযুক্তের খোঁজ চালাচ্ছেন পুলিশকর্মীরা।

 

Next Article