Gobardanga Snatch News: চলন্ত বাস থেকে পুলিশ সেজে ব্যবসায়ীকে নামিয়ে সমস্ত কিছু লুঠ করে পগার পার দুষ্কৃতীরা!

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 18, 2022 | 5:38 PM

Gobardanga: ডাকবাংলো মোড় পাড় হতেই কয়েকজন ছিনতাইবাজ পুলিশ পরিচয় দিয়ে ওই বাসে ওঠে। তারপর জোর করে তারা রাকেশ বাবুকে বাস থেকে নামিয়ে একটি চারচাকা গাড়িতে তোলে থানায় নিয়ে যাওয়ার নাম করে।

Gobardanga Snatch News: চলন্ত বাস থেকে পুলিশ সেজে ব্যবসায়ীকে নামিয়ে সমস্ত কিছু লুঠ করে পগার পার দুষ্কৃতীরা!
গোবরডাঙায় লুঠ ব্যবসায়ী (নিজস্ব ছবি)

Follow Us

উত্তর ২৪ পরগনা: কলকাতা থেকে রূপোর সামগ্রী নিয়ে বাসে উঠেছিলেন ব্য়ক্তি। কিন্তু তখনও জানতেন না পথেই ওত পেতে রয়েছে বিপদ। পুলিশ পরিচয় দিয়ে রীতিমত বাস থেকে নামিয়ে ওই দুষ্কৃতীরা সমস্ত কিছু লুঠ করে ব্যক্তির। প্রায় তিন লক্ষ টাকার রূপোর সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে ছিনতাইবাজরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বারাসতের ৩৪ নম্বর জাতীয় সড়কের ডাকবাংলো মোড়ের কাছে।

সূত্রের খবর, গোবর ডাঙার বাসিন্দা রাকেশ সেন। বৃহস্পতিবার রাকেশবাবু কলকাতা থেকে রূপোর সামগ্রী কিনে শিলিগুড়ি যাওয়ার জন্য ধর্মতলা থেকে বাসে ওঠেন। এরপর ডাকবাংলো মোড় পাড় হতেই কয়েকজন ছিনতাইবাজ পুলিশ পরিচয় দিয়ে ওই বাসে ওঠে। তারপর জোর করে তারা রাকেশ বাবুকে বাস থেকে নামিয়ে একটি চারচাকা গাড়িতে তোলে থানায় নিয়ে যাওয়ার নাম করে। এবার চার চাকা গাড়িটি বারাসত থানায় না ঢুকে সোজা এগারো নম্বর রেলগেট পেরিয়ে বারাসত কলেজের পাশের রাস্তা ধরে নীলগঞ্জের দিকে ওঠে। তখনই সন্দেহ হয় রাকেশবাবুর। এরপরই ওই নকল পুলিশদের পরিচয়পত্র দেখতে চান তিনি। ব্যাস! এইবারই খোলসা হয় গোটা ঘটনার।

তখন ছিনতাইবাজরা রাকেশকে মারধর করে কেড়ে নেয় মোবাইল ফোন। নিয়ে যাওয়া হয় অন্ধকারচ্ছন্য রাস্তায়। রাকেশ নিজের মোবাইল কেড়ে নিতে গেলে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরে। গাড়ির ভিতরে রূপার সামগ্রীর ব্যগ থেকে যায়। ওই যুবক রাস্তায় ছিটকে পড়তেই গাড়িটি জোরে টেনে বেরিয়ে যায়। তখন এক পথ চলতি বাইক আরোহীর সাহায্য নিয়ে গাড়ির পিছনে ধাওয়া করে তিনি। কিন্তু ততক্ষণে পগার পার গাড়িটি। রাতে বারাসত থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ এখনও ছিনতাইয়ের ঘটনার তদন্ত শুরু করতে পারেনি।

রাকেশ সেনের অভিযোগ, গাড়ির হেল্পারকে ছিনতাইবাজরা পাঁচশো টাকা গুঁজে দেয়। এমনকী নিজের উদ্যোগেই ছিনতাইবাজদের গাড়ির সিসিটিভির ফুটেজ বারাসত থানায় জমা দেয় ওই ব্যক্তি। পুলিশ রাকেশ সেনকে বলে তারা বিষয়টি তদন্ত করে জানাবে। গোটা ঘটনায় পুলিশের উপর আঙুল উঠছে।

আরও পড়ুন: National pension: খুশির খবর! সরকার এবার দোকানদারদেরও দেবে ৩০০০ টাকার পেনশন, জানুন আবেদন পদ্ধতি

Next Article