কাঁচড়াপাড়া: রাজনীতির ময়দান থেকে প্রায় সরেই গিয়েছেন তিনি। গত বছর ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে আচমকা হজির হয়েছিলেন মুকুল রায়। তারপর থেকে আর সেভাবে কোনও রাজনৈতিক অনুষ্ঠান বা সভায় দেখা যায়নি কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে। একসময় যাঁকে বাংলার রাজনীতির চাণক্য হিসেবে বিবেচনা করা হত, তিনি এখনও রাজনীতি থেকে অনেক দূরে। এরই মধ্যে হঠাৎ কেন্দ্রীয় সংস্থা তলব করেছে তাঁকে। ইডি-র তলবে মুকুল রায় সাড়া দেবেন কি না, তা নিয়ে জল্পনা বেড়েছে।
আগামী ১৯ ফেব্রুয়ারি মুকুল রায়কে তলব করা হয়েছে। দিল্লিতে গিয়ে ইডি দফতরে হাজিরা দিতে হবে তাঁকে। ইডি সূত্রে খবর, অ্যালকেমিস্ট দুর্নীতি মামলায় তলব করা হয়েছে মুকুল রায়কে। ধৃত কেডি সিংকে জেরা করে ইডি-র তদন্তকারীরা বেশ কিছু তথ্য পেয়েছেন বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, তার ভিত্তিতেই তলব করা হয়েছে মুকুলকে।
শুক্রবার তাঁর বাড়ির সামনে গেলে সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে মুকুল রায়ের ছবি। দেখা যায়, শরীর রীতিমতো ভেঙে গিয়েছে তাঁর। চোখ-মুখ দেখেই বোঝা যাচ্ছে, তাঁর শারীরিক অবস্থা ভাল নেই। বাইরে বেরিয়ে মুকুল-পুত্র শুভ্রাংশু জানালেন, তাঁর বাবা অসুস্থ। তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়। এ কথা তিনি চিঠি দিয়ে জানিয়েছেন ইডি-কে।
মামলার বিষয়ে শুভ্রাংশু বলেন, তদন্ত চলছে। এ বিষয়ে কোনও মন্তব্য করব না। চিঠি এসেছে ২-৩ দিন আগে। তবে উনি যেতে পারবেন না। কেউ বাড়িতে আসতে চাইলে আসুন, ফোনে কথা বলতে পারেন, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেও কথা বলতে পারবেন। তবে কোথাও যাওয়া সম্ভব নয়।