নিউটাউন: রুজি রোজাগারের টানে গিয়ে মর্মান্তিক পরিণতি। নিউটাউনে নির্মীয়মান একটি বহুতল থেকে পড়ে মৃত্যু এক শ্রমিকের। রবিবার সকালে মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতের নাম দিলীপ সিং (৩৫)। তিনি বিহারের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নিউটাউন ডবল এএ ব্লকে নির্মীয়মান ফ্ল্যাটের পাঁচতলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেই সময় আচমকা পড়ে যান ওই শ্রমিক। গুরুতর আহত অবস্থায় সহ কর্মী শ্রমিকরা দিলীপ সিংকে নিয়ে যায় বিধান নগর মহকুমা হাসপাতালে। সেখানেই তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ। কীভাবে ছাদ থেকে পড়ে গেল দিলীপ সিং তা তদন্ত করে দেখছে নিউটাউন থানার পুলিশ। দিলীপবাবুর সঙ্গে কাজ করা আমাদের সঙ্গেই কাজ করছিল ও। সেই সময় হঠাৎ একটা ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ পাই। দৌড়ে যাই। দেখি পড়ে গিয়েছে। আমরা দ্রুত সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। কিছু পথে যেতে যেতেই ওর মৃত্যু হয়।