উত্তর ২৪ পরগনা: ফের উত্তপ্ত ভাটপাড়া (Bhatpara)। তবে এবার কোনও রাজনৈতিক সংঘর্ষে নয়। ভোট আবহেই আবারও এক জুটমিলের গেটে পড়ল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। আর তা ঘিরেই ছড়াল উত্তেজনা। চলল ভাঙচুর, রাস্তা আটকে বিক্ষোভ।
রবিবার সকালে ভাটপাড়া রিলায়েন্স জুটমিলের গেটে সাসপেনশান অফ ওয়ার্কের নোটিস ঝুলতে দেখা যায়। কর্মীরা কাজে এসে নোটিস দেখেই উত্তেজিত হয়ে পড়েন। এক লহমায় বেকার হয়ে পড়লেন মিলের চার হাজার শ্রমিক। খবর চাউর হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় ভাটাপাড়ায়। শ্রমিক ইউনিয়ন অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করেন। রাস্তায় ভাঙা চেয়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা।
ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানার পুলিশ। শ্রমিকদের দাবি অবিলম্বে জুটমিল খুলতে হবে। বিনা কারণে অন্যায়ভাবে নোটিস ঝুলিয়ে কারাখানা বন্ধ করে দিয়েছে মিল কতৃপক্ষ। শ্রমিকদের বক্তব্য কোনও রকম আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে মিল কর্তৃপক্ষ। অনির্দিষ্টকালের জন্য সাসপেনশন অফ ওয়ার্ক’ এর নোটিস ঝলানো হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ‘বাংলায় ৪ কোটিরও বেশি ভ্যাকসিন রিজার্ভে আছে’, বিস্ফোরক তথ্য ফাঁস
যদিও কর্তৃপক্ষের মারফত খবর যে, জুটমিলে উৎপাদন ক্ষমতা কমে গিয়েছিল, লকডাউন পরবর্তী পরিস্থিতিতে আরও খারাপ দিকে এগোয় ব্যবসা। শ্রমিকদের পক্ষ থেকে জানা গিয়েছে, প্রধানত কাঁচামালের দামের মূল্য বৃদ্ধি ও তার জেরে খারাপ মানের কাঁচামাল দিয়ে কাজ করাই এই কারণ।ক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা।