লড়াই শেষ! মৃত্যু করোনা আক্রান্ত খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার

Apr 25, 2021 | 11:43 AM

ভোটের পরেই শেষ লড়াই! মৃত্যু হল খড়দহ (Khardha) বিধানসভার তৃনমূল (TMC) প্রাথী' কাজল সিনহা (Kajal Sinha)।

লড়াই শেষ! মৃত্যু করোনা আক্রান্ত খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার
ফাইল ছবি

Follow Us

উত্তর ২৪ পরগনা: ভোটের পরেই শেষ লড়াই! মৃত্যু হল খড়দহ (Khardha) বিধানসভার তৃনমূল (TMC) প্রাথী’ কাজল সিনহা (Kajal Sinha)। বেশ কিছুদিন ধরেই করোনা আক্রান্ত ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর স্নেহধন্য ছিলেন কাজল সিনহা।

গত ২২ এপ্রিল বেলেঘাটা আইডি হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। পরিস্থিতি যে সঙ্কটজনক, তা আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা। রবিবার সকাল পৌনে দশটা নাগাদ মৃত্যু হয় তাঁর।

ভোট চতুর্থীতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন কাজল সিনহা। নিয়ম মাফিক তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজেটিভ আসে। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরিস্থিতি এতটাই সঙ্কটজনক হয়, যে আইসিইউ-তে স্থানান্তরিত করতে হয় তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, রক্ত সুগারের মাত্রা অত্যন্ত বেশি ছিল তাঁর। সব রকম চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে।

খড়দহের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কাজল সিনহা। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেনধন্যও। তৃণমূলের একেবারে জন্মলগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। আগে খড়দহের চেয়ারম্যান ছিলেন। এবারের কট্টর প্রতিপক্ষ বিজেপি শীলভদ্র দত্তের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইটা জিতে আসার চ্যালেঞ্জ জানিয়েছিলেন পোড় খাওয়া এই রাজনীতিবিদ। কিন্তু হার মানলেন জীবনের কাছেই।

করোনা আক্রান্ত হয়ে এর আগেও মুর্শিদাবাদের দুই প্রার্থীর মৃত্যু হয়েছে। রাজনৈতিক দলগুলির নেতা থেকে কর্মীরা বেশিরভাগই আক্রান্ত হচ্ছেন করোনায়। নির্বাচনী প্রচার, র্যালি, মিটিং মিছিল রীতিমতো সুপার স্প্রেডারের কাজ করেছে। জোরাল থেকে  জোরালতর হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা।

Next Article