North 24 Parganas Physical Assault Case: পোষ্য কুকুর আগে ঘরে ঢোকে, তারপরই কলেজছাত্রীর ঘরে যায় প্রতিবেশী তিন যুবক…ভয়ঙ্কর কাণ্ড

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Jun 29, 2022 | 3:27 PM

North 24 Parganas Physical Assault Case: ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযুক্ত তিন যুবকের নামে ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত কাউকে ধরতে পারেনি।

North 24 Parganas Physical Assault Case: পোষ্য কুকুর আগে ঘরে ঢোকে, তারপরই কলেজছাত্রীর ঘরে যায়  প্রতিবেশী তিন যুবক...ভয়ঙ্কর কাণ্ড
ঘোলা থানা (ফাইল ছবি)

Follow Us

উত্তর ২৪ পরগনা: কুকুর নিয়ে বচসার জের। কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগ উঠল পাড়ারই তিন যুবকের বিরুদ্ধে। অভিযুক্তরা প্রত্যেকেই ওই তরুণীর প্রতিবেশী বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। কিন্তু পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে তরুণীর পরিবার।

প্রতিবেশীদের কুকুর নিত্য ঢুকে যায় বাড়িতে। তা নিয়েই অশান্তি। তা নিয়ে দুই বাড়িতে অশান্তি ছিলই। মঙ্গলবার তা চরমে ওঠে। এদিনও ওই কলেজ ছাত্রীর বাড়িতে ঢুকে যায় প্রতিবেশীদের পোষ্য। তাকে ঘর থেকে বার করে দেওয়া নিয়েই ঝামেলা শুরু হয়।

অভিযোগ প্রতিবেশী তিন যুবক ওই কলেজ ছাত্রীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন পরিবারের সদস্যরাও। ওই তরুণীর পরিবারের লোকজনদেরও ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযুক্ত তিন যুবকের নামে ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত কাউকে ধরতে পারেনি। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে পরিবার। ছাত্রী-সহ তাঁর পরিবারের লোকজন আতঙ্কে গৃহবন্দি।

পরিবারের সদস্যদের বক্তব্য, “রোজ কুকুর ঢুকত, রোজ বার করে দিতাম। ঘর নোংরা করত। এর আগেও আমরা বলেছি এ বিষয়ে। কিন্তু তোয়াক্কা করেনি। মঙ্গলবারও ঘরে ঢুকে একই কাজ করেছে। বলতে গিয়েছিলাম। তাতেই অশান্তি।”

এক প্রতিবেশী বলেন, “এই নিয়ে আগেও দুই পরিবারের অশান্তি হয়েছে। আমরা মাঝেমধ্যে মধ্যস্থতা করিয়ে দিতাম। কিন্তু মঙ্গলবার সব ঝামেলা মাত্রা ছাড়াও। এটা নিয়ে থানা-পুলিশ হওয়ারই ছিল।” উল্লেখ্য, এ বিষয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত পরিবারের কোনও সদস্যও।

Next Article